Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফলে অসন্তোষ মেটাতে বিনা খরচে পুনর্মূল্যায়ন

সেই অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের খাতাও দেখানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইংরেজবাজার শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০১:২৬
Share: Save:

পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের পরেও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ছাত্র-ছাত্রীদের একাংশ। অসন্তোষ মেটাতে ফের বিনা খরচে ছাত্র-ছাত্রীদের ইচ্ছে মতো বিষয়ে পুনর্মূল্যায়নের উদ্যোগ নিয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এমনকি, কম নম্বর পাওয়া নিয়ে অসন্তোষ থাকলে কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানাতে পারবেন পড়ুয়ারা। সেই অভিযোগের ভিত্তিতে পড়ুয়াদের খাতাও দেখানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ফল প্রকাশের পরে দু’বার ছাত্র আন্দোলনের জেরে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ বিভাগের কর্তা ও কর্মীদের একাংশ। তাঁদের দাবি, সঠিক ভাবে খাতা দেখার পরেই ফল প্রকাশ করা হয়েছে। অনেক পরীক্ষার্থী খাতায় ঠিক মতো লেখেননি। তাই পরীক্ষকেরা খাতায় নম্বর দিতে পারেননি। তার পরেও ছাত্র-ছাত্রীদের একাংশ আন্দোলন করে জল ঘোলা করতে চাইছেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের ভারপ্রাপ্ত নিয়ামক শ্যামাপদ মণ্ডল বলেন, “অনেক ছাত্র-ছাত্রী দাবি করেছেন তাঁদের ৮০ নম্বরের পরীক্ষায় পাঁচ বা দুই দেওয়া হয়েছে। তাঁরা অভিযোগ করলে আমরা এ বারে তাঁদের খাতা দেখাব। এর জন্য নিজস্ব কলেজে তাঁদের অভিযোগ করতে হবে।” বিশ্ববিদ্যালয়েও অভিযোগ জানানোর জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে বলে জানান তিনি।

গত ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশিত হয়। ওই সময় প্রথম বর্ষে ৫১.৮৯ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৮০.৬৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিলেন। যদিও ২০১৭ সালে পাশের হার ছিল প্রথম বর্ষে ৬৭.৭৮ এবং দ্বিতীয় বর্ষে ৮৪.৯৮ শতাংশ। ফলে পরীক্ষার খাতা ঠিক মতো দেখা হয়নি বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন ছাত্র-ছাত্রীদের একাংশ। তার পরে আবার খাতা দেখে ফল প্রকাশের সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ফলাফল প্রকাশিত হয়। তার পরেও দু’দিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের দাবি, কর্তৃপক্ষ আগের ফলই দেড় মাস পরে প্রকাশ করেছে। যদিও কর্তৃপক্ষের দাবি, দ্বিতীয় বার মূল্যায়নে প্রথম বর্ষে পাশের হার দাঁড়ায় ৫৪.৪৬ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ৮১.৭৮ শতাংশ। নিয়ম অনুযায়ী, ১০০ টাকা খরচ করে দু’টি বিষয়ে পুনর্মূল্যায়ন করা যায়। এ ক্ষেত্রে বিনা খরচে ইচ্ছে মতো বিষয়ে পুনর্মূল্যায়ন করা যাবে বলে কলেজে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শ্যামাপদ। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন, “কর্তৃপক্ষের সিন্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Academics Education Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE