Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দ্বন্দ্ব নয়, আসরে শুভেন্দু

পঞ্চায়েত ভোটের আগে দ্বন্দ্ব মেটাতে ইংরেজবাজার ও হবিবপুর ব্লকের যুযুধান দুই গোষ্ঠীর বাছাই করা নেতৃত্বদের কলকাতায় তলব করলেন তৃণমূলের মালদহ জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০২:১৯
Share: Save:

পঞ্চায়েত ভোটের আগে দ্বন্দ্ব মেটাতে ইংরেজবাজার ও হবিবপুর ব্লকের যুযুধান দুই গোষ্ঠীর বাছাই করা নেতৃত্বদের কলকাতায় তলব করলেন তৃণমূলের মালদহ জেলা পর্যবেক্ষক, পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কলকাতায় এই দুই ব্লকের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন শুভেন্দুবাবু। প্রথমে হবিবপুর ও পরে ইংরেজবাজার ব্লক নেতৃত্বদের নিয়ে বৈঠক হয়। সূত্রের খবর, দ্বন্দ্ব মেটাতে সবপক্ষকে এক হয়ে চলার বার্তা যেমন দেওয়া হয়েছে, তেমনই পঞ্চায়েত এলাকা দেখভালের বিষয়টি ভাগাভাগি করে দেওয়াও হয়েছে। বৈঠকে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ঘনিষ্ঠ এক নেতাকে জেলা পরিষদের একটি আসনে দাঁড় করানো নিয়েও চূড়ান্ত আলোচনা হয়েছে।

গত পঞ্চায়েত নির্বাচনে মালদহ জেলায় একমাত্র ইংরেজবাজার ও হবিবপুর এই দুটি ব্লকেই তৃণমূলের ফল ভালো হয়েছিল। দুটি ব্লকেই দুটি করে জেলা পরিষদের আসনে জিতেছিল তৃণমূলের প্রার্থীরা। এ ছাড়া ১৫ টি ব্লকের মধ্যে শুধু ইংরেজবাজার পঞ্চায়েত সমিতিই তৃণমূল দখল করেছিল। দলীয় সূত্রে খবর, গত নির্বাচনে যে ব্লক সভাপতিরা দলকে জিতিয়ে ছিলেন তাঁরাই এখন দলে কার্যত ‘ব্যাকফুটে’। নতুন যে দলীয় ব্লক কমিটি গঠিত হয়েছে তাতে ইংরেজবাজার ব্লকের প্রাক্তন সভাপতি স্বপন মিশ্রকে কোনও পদ না দিয়ে শুধু সদস্য করা হয়েছে। হবিবপুর ব্লকের প্রাক্তণ সভাপতি উজ্জ্বল মিশ্রকে ব্লকের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ নিয়ে দুই ব্লকেই দলীয় দ্বন্দ্ব চরমে রয়েছে। দলীয় সভা-সমিতিতে প্রাক্তণ সভাপতিদের ডাকা হচ্ছে না বলে অভিযোগও রয়েছে।

দল সূত্রে খবর, দুই ব্লকের দ্বন্দ্ব মেটানোর জন্যই বৃহস্পতিবার বাছাই করা কয়েকজন নেতৃত্বকে কলকাতায় ডেকে পাঠিয়ে বৈঠক করেন শুভেন্দুবাবু। ইংরেজবাজার ব্লকের তরফে নয়া দলীয় ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য কল্যাণ মণ্ডল, কার্যকরী সভাপতি শুভদীপ স্যান্যাল ও প্রাক্তণ সভাপতি স্বপন মিশ্র ডাক পান। অপরদিকে হবিবপুর ব্লকের দলীয় সভাপতি প্রভাস চৌধুরী ও প্রাক্তণ সভাপতি উজ্জ্বল মিশ্র ডাক পান। ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলও। দুটি ব্লকের এই নেতৃত্বদের সঙ্গে শুভেন্দুবাবু পৃথকভাবে বৈঠক করেন।

দলীয় সূত্রে খবর, প্রাক্তন সভাপতিরা তাঁদের ক্ষোভের কথা জানান। ব্লক সভাপতিরাও তাঁদের বক্তব্য পেশ করেন। উভয়পক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হয়েছে যে সবপক্ষই এক হয়ে পঞ্চায়েত ভোটে দলের হয়ে কাজ করবে। হবিবপুর ব্লকের ১১টি পঞ্চায়েতের মধ্যে মঙ্গলপুরা, আকতৈল ও বৈদ্যপুর এই তিনটি পঞ্চায়েত এলাকার দেখভাল করবেন প্রাক্তন সভাপতি উজ্জ্বল মিশ্র। ইংরেজবাজার ব্লকে সকলেই এক হয়ে কাজ করবেন ও জেলা পরিষদের ২৭ নম্বর আসনটিতে প্রাক্তন সভাপতি স্বপন মিশ্র লড়াই করলে করতেও পারেন। তবে কলকাতায় শুভেন্দুবাবুর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেও সেখানে কী আলোচনা হয়েছে তা নিয়ে কেউই কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE