Advertisement
০৫ মে ২০২৪

বৈঠক নয়, মজুরি দাবি

২২ ডিসেম্বর উত্তরকন্যায় চা শ্রমিকদের মজুরি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তার আগে বুধবার ওই সংগঠনের তরফে দাবি করা হয়, বৈঠক আগেও হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০২:৫৭
Share: Save:

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি অন্তত পাঁচশো টাকা করার দাবিতে সরব হল আদিবাসী জনশক্তি মোর্চা।

২২ ডিসেম্বর উত্তরকন্যায় চা শ্রমিকদের মজুরি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। তার আগে বুধবার ওই সংগঠনের তরফে দাবি করা হয়, বৈঠক আগেও হয়েছে। ন্যূনতম মজুরি আইন চালু করার অধিকার এবং ক্ষমতা রয়েছে সরকারের। বৈঠক না করে সেই অধিকার বলে ন্যুনতম মজুরি চালু করা হোক। শ্রমিকদের বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে গঠিত যৌথ মঞ্চও সরকারের তরফে ন্যুনতম মজুরি ঘোষণার দাবি তুলেছে।

অন্যদিকে ন্যুনতম মজুরির দাবিতে ২৪ জানুয়ারি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে গঠিত যৌথমঞ্চ। তার আগে পরিস্থিতি সামলাতেই বৈঠক ডাকা হল বলে মনে করছে জয়েন্ট ফোরাম। এ দিন আদিবাসী জনশক্তি মোর্চা বা তাদের উত্তরবঙ্গ চা মজদুর অধিকার মঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়, এতদিন বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে। তারা কী ন্যুনতম মজুরি আইন জানে না? সব জেনেও তা চালু না করে শ্রমিক, মালিকদের নিয়ে কেবল ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হচ্ছে কেন? সংগঠনের সাধারণ সম্পাদক জেরম লাকড়া বলেন, ‘‘শ্রমিকদের সমস্যা মেটানোর সময় মন্ত্রীদের নেই। ট্রেড ইউনিয়নের নেতা-কর্মীদেরও চিন্তা নেই। সরকার ন্যূনতম মজুরি লাগু করুক সেটাই আমাদের দাবি।’’

অতিরিক্ত শ্রম কমিশনার পশুপতি ঘোষ জানিয়েছেন, শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, মালিকপক্ষকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। শ্রম কমিশনারও থাকবেন। সেখানে শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা হবে। সরকারি সূত্রেই জানা গিয়েছে, শ্রমিকদের মজুরির একটা অংশের হিসেবে টাকার বদলে রেশন মালিক পক্ষ বাইরে থেকে কিনে দিত। এখন সরকারের তরফে অনেক কম খরচে রেশন পাচ্ছেন মালিকরা। তাতে শ্রমিকদের বেতনের অংশ পুরোটা মালিক পক্ষকে খরচ করতে হচ্ছে না। মাসে ৬৬০ টাকা হিসাবে তা শ্রমিকদের প্রাপ্য। সেই বিষয়টি এবং সঙ্গে ন্যুনতম মজুরির বিষয়টিও আলোচনা হবে। জয়েন্ট ফোরামের সম্পাদক জিয়াউল আলম বলেন, ‘‘ন্যূনতম মজুরি নিয়ে একাধিক বৈঠকে সমস্ত পক্ষই তাঁদের মতামত জানিয়েছে। এখন বৈঠক না করে সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করুক।’’ তাঁদের অভিযোগ, এর আগে চা শ্রমিকরা অভিযান করবেন জানানোয় পয়লা অগস্ট শ্রমমন্ত্রী বৈঠক করে জানিয়েছিলেন রেশনের বদলে টাকার হিসেব২০ অগস্টের মধ্যে ঠিক করে জানানো হবে। অথচ তা করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea garden workers wages
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE