Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর বৈঠক নয় কেন, শুরু গুঞ্জন

মুখ্যমন্ত্রী বারবার কেন আলিপুরদুয়ারে না এসে অন্যত্র এখানকার প্রশাসনিক বৈঠক করছেন, তা নিয়েই জেলার রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা৷

প্রস্তুতি: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হোর্ডিং কোচবিহারে। ছবি: হিমাংশুরঞ্জন দেব

প্রস্তুতি: মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হোর্ডিং কোচবিহারে। ছবি: হিমাংশুরঞ্জন দেব

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ০৩:১৫
Share: Save:

উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী৷ পাশের দুই জেলা কোচবিহার ও জলপাইগুড়িতে যাচ্ছেন৷ অথচ, আসছেন না আলিপুরদুয়ারে৷

এমনটা যে এ বারই প্রথম হচ্ছে, তা-ও নয়৷ মাস আড়াই আগেও পাশের জেলা কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী৷ অথচ, আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকটি তিনি করেছিলেন শিলিগুড়িতে, উত্তরকন্যায়৷ ঠিক এ বার যেমন চালসার কাছে টিয়াবনে জলপাইগুড়ির সঙ্গে আলিপুরদুয়ারেরও প্রশাসনিক বৈঠক করবেন তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রী বারবার কেন আলিপুরদুয়ারে না এসে অন্যত্র এখানকার প্রশাসনিক বৈঠক করছেন, তা নিয়েই জেলার রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শেষবার আলিপুরদুয়ারে আসেন এ বছরের গোড়ায়৷ গত ৯ জানুয়ারি শামুকতলার পারোকাটায় সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে সেখান থেকে ডুয়ার্সকন্যা-সহ একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷ তারপর তিনি আর আলিপুরদুয়ার জেলায় আসেননি৷ গত জুলাই মাসে একবার উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহারের চ্যাংরাবান্ধায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও শাসকদলের নেতাদের আশা ছিল, মুখ্যমন্ত্রী ওই সফরে আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকটি জেলাতেই করবেন৷ সে জন্য বীরপাড়ার কাছে ‘পথের সাথী’ রিসর্টটি প্রস্তুতও করে রাখেন তারা৷ কিন্তু শেষ পর্যন্ত আলিপুরদুয়ারে পা না রেখে উত্তরকন্যাতেই ওই বৈঠক করেন তিনি৷ এ বারও পাশের জেলা কোচবিহারে এলেও, কেন আলিপুরদুয়ারকে তিনি এড়িয়ে গেলেন, তা নিয়েই বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে৷

বিরোধীদের পাশাপাশি খোদ তৃণমূলের একটা সূত্র অবশ্য এর মধ্যে রাজনৈতিক কারণ খুঁজতে শুরু করে দিয়েছেন৷ তাঁদের মতে, এ বারের পঞ্চায়েত নির্বাচনে জনজাতি অধ্যুষিত ও চা বলয় এলাকার অনেক জায়গাতেই ভাল ফল করতে পারেনি তৃণমূল৷ যে জন্য মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুরকে৷ লোকসভা নির্বাচনের আগে চা বলয়ের জমি শক্ত করতে ইতিমধ্যেই ‘আপনার বাগানে প্রশাসন’ কর্মসূচি নিয়েছে জেলার প্রশাসনিক কর্তারা৷ যে কর্মসূচিকে কেন্দ্র করে চা বলয়ের বাসিন্দাদের সরকারি সুবিধা পৌঁছে দিতে জেলাশাসক-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা বারবার বাগানে যাচ্ছেন৷

প্রসঙ্গটি তুলে কোনও রাখঢাক না করেই বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর মুখ্যমন্ত্রী আর তাঁর দলের আলিপুরদুয়ারের নেতাদের বিন্দুমাত্র ভরসা করছেন না৷ সে জন্যই চা বলয়ের জমি উদ্ধারে তাদের বদলে প্রশাসনকে মাঠে নামিয়েছেন৷ এই অবস্থায় এখনই জেলায় এলে অস্বস্তিতে পড়তে হতে পারে বলেই হয়তো মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারকে এড়িয়ে যাওয়াই সঠিক বলে মনে করছেন৷”

যদিও এমনটা মানতে চাননি তৃণমূলের জেলা শীর্ষ নেতারা৷ তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, “কে বলেছে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে আসেন না? এক বছরও হয়নি উনি আলিপুরদুয়ার এসে ঘুরে গিয়েছেন৷ আলিপুরদুয়ারকে প্রচণ্ড গুরুত্ব দেন বলেই তো উত্তরবঙ্গে এলে বারবার তিনি এই জেলার প্রশাসনিক বৈঠক করেন৷ উনি জানিয়েছেন, পরের বার আলিপুরদুয়ারে আসবেন৷”

আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীও বলেন, ‘‘উত্তরবঙ্গে এলে প্রতিবারই মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় যান৷ আলিপুরদুয়ারেও বহুবার এসেছেন৷ কিন্তু প্রশাসনের সুবিধা অনুযায়ী এ বার হয়তো তাঁর বৈঠকের দুটি জায়গা ঠিক হয়েছে৷ কিন্তু মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সঙ্গেই আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকও করবেন৷ শুধু তাই নয়, আলিপুরদুয়ারের উপভোক্তাদের সরকারি সুবিধাও দেবেন তিনি৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alipurduar Administrative Meeting Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE