Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সমবায়ের মাধ্যমে ব্যাঙ্কের পরিষেবা

ইতিমধ্যেই ইলামবাজার ব্লক এলাকার তিনটি সমবায় সমিতি— আকোনা, নবগ্রাম এবং ইলামবাজার সমবায় সমিতিতে গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
ইলামবাজার শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৭:০০
Share: Save:

যে সব গ্রামীণ এলাকায় ব্যাঙ্কের পরিষেবার অভাব আছে, সেখানে সমবায় সমিতিগুলির মাধ্যমে ওই পরিষেবা দিতে উদ্যোগী হয়েছে রাজ্যের সমবায় দফতর। প্রশাসনিক সূত্রে খবর, চলতি আর্থিক বছরে সমবায় অধিকার বীরভূম রেঞ্জের অধীনে ৭৩টি সমবায় সমিতিকে বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহক পরিষেবা কেন্দ্রে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইলামবাজার ব্লক এলাকার তিনটি সমবায় সমিতি— আকোনা, নবগ্রাম এবং ইলামবাজার সমবায় সমিতিতে গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

জেলা সমবায় নিয়ামক কৃষ্ণকান্ত সরকার গত ডিসেম্বরে কেন্দ্রগুলির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা সমবায় উন্নয়ন আধিকারিক দেবাশিস চক্রবর্তী, সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস।

কৃষ্ণকান্তবাবু জানান, কৃষকদের সার্বিক উন্নয়নে সমবায়ের ভূমিকা যথেষ্ট। ইতিমধ্যেই জেলা স্তরে সরকারি দফতরগুলির সঙ্গে বৈঠক করে বিভিন্ন দফতরের প্রকল্পগুলিকে সমবায়ের মাধ্যমে তৃণমূল স্তরের কৃষকের কাছে পৌঁছনো হচ্ছে। কৃষি ও সমবায় দফতরের যৌথ উদ্যোগে জেলার পাঁচটি সমবায় সমিতি আদ্রতামুক্ত, উন্নত মানের বাছাই করা শংসিত বীজ উৎপাদন করে বাজারজাত করছে। এই সব গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু হওয়ায় প্রত্যন্ত এলাকায় কৃষকেরা নিজেদের গ্রামেই বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি নিজের অ্যাকাউন্টে পাওয়ার সুযোগ পাবেন। কৃষিঋণের সঙ্গে ফসলবিমার আওতাভুক্ত হতে পারবেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদুলাল বিশ্বাস জানান, ব্লকের বিভিন্ন প্রকল্পের সুযোগ অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় পেতেন না। গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি চালু হলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লকেও বিভিন্ন সরকারি দফতরগুলির সঙ্গে প্রতি মাসে সমবায় উন্নয়ন কমিটির বৈঠক করা হয়। সমবায়ের মাধ্যমে প্রান্তিক কৃষকেরা যাতে আরও বেশি সরকারি সুযোগ-সুবিধা পান, তার পরিকল্পনা নেওয়া হয়। সমবায় পরিদর্শক দীপঙ্কর ভট্টাচার্য জানান, ইলামবাজার ব্লকের যে সব গ্রাম পঞ্চায়েতগুলিতে ব্যাঙ্কিং পরিষেবা নেই, সেই সব গ্রামে সমবায় সমিতিগুলির মাধ্যমে ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইলামবাজারের ১৪টি কৃষি উন্নয়ন সমবায় সমিতির মধ্যে আটটি সমবায় সমিতি বর্তমানে আমানত গ্রহণ পরিষেবা দেয়। বাকিগুলিকেও তার আওতাভুক্ত করার কাজ চলছে।

প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, সমবায়ের কাজ বর্তমানে শুধুমাত্র কৃষি ঋণ বা কৃষকদের রাসায়নিক সার, কীটনাশক বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নেই। সমবায়গুলিকে আধুনিক করে সেগুলিকে বৃহৎ ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা চলছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলা সমবায় সঙ্ঘ গঠন করে গোষ্ঠীঋণের মাধ্যমে মহিলাদেরও স্বনির্ভর করা হচ্ছে। ইলামবাজার ব্লকের একডালা সমবায় সমিতির মাধ্যমে কৃষকের চাষের উপযোগী ছোট থেকে বড় যন্ত্র ন্যায্য মূল্যে ভাড়া দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। ধান কাটা, ঝাড়াই মেশিনও সেখান থেকে ভাড়া পাচ্ছেন কৃষকেরা। আগামী দিনে এই একই প্রকল্প কুষ্টিগিরি সমবায় সমিতির মাধ্যমে পরিচালনা করার কাজও চলছে। শুধুমাত্র কৃষকদের জন্যই নয়, বাউলশিল্পীদের সার্বিক উন্নয়নের জন্যও ইলামবাজার ব্লকে সমবায় সমিতি গঠন করা হয়েছে। সমিতির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত পরিষেবা মিলছে সমবায় সমিতির পক্ষ থেকে। আগামী দিনেও সহায়তা পাবেন বলে আশা কৃষক, বাউলশিল্পীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank Cooperative
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE