Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিনামূল্যে গ্যাস সংযোগ

‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় এ বার বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া শুরু হল বীরভূমে। মঙ্গলবার তার সূচনা হল দুবরাজপুরের চিনপাই হাইস্কুলের মাঠ থেকে।

নিজস্ব সংবাদদাতা
দুবরাজপুর শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০১:৪৪
Share: Save:

‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় এ বার বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া শুরু হল বীরভূমে। মঙ্গলবার তার সূচনা হল দুবরাজপুরের চিনপাই হাইস্কুলের মাঠ থেকে। সূচনা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আধিকারিকেরা। দেশের দরিদ্রতম পরিবারগুলির কোটি কোটি মহিলা সদস্যের কল্যাণে এই ধরনের একটি কর্মসূচি চালু করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারই অঙ্গ হিসাবে এ দিন মোট ৪১০টি পরিবারের হাতে রান্নার গ্যাসের সংযোগ তুলে দেওয়া হল। প্রসঙ্গত, আর্থ-সামাজিক ও জাতিগত সমীক্ষা অনুযায়ী যে তালিকা প্রস্তুত হয়েছে, সেই তালিকায় ঠাঁই পাওয়া পরিবারগুলির মধ্যে যাঁদের কোনও রান্নার গ্যাসের সংযোগ নেই, সেই সব পরিবারের কোনও মহিলা সদস্যের নামে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার লক্ষ্যেই ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’। গোটা দেশে এমন পরিবারগুলিতে রান্নার রান্নার গ্যাসের সংযোগ পিছু ১,৬০০ টাকা করে আর্থিক সহায়তা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে নতুন সংযোগ নেওয়ার জন্য ওভেন ও সিলিন্ডারের জন্য প্রায় ১৫০০ টাকা ঋণ হিসাবেও পেতে পারেন উপভোক্তা। সেই টাকা প্রতি মাসের ভর্তুকি থেকে কেটে নেবে সংশ্লিষ্ট তেল সংস্থা। বীরভূমের নোডাল অফিসার অহিজিত ভৌমিক বলেন, ‘‘জেলায় এমন তালিকাভুক্ত পরিবারের সংখ্যা প্রায় চার লক্ষ। আগামী তিন বছরের মধ্যে সেই সকলের বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এ বছরের লক্ষ্যমাত্রা এক লক্ষ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gas connection Free
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE