Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ডিভিসি-র কাজ দেখতে এসে এনটিপিসি শুনল ‘গো-ব্যাক’

এনটিপিসি-র একটি বড় প্রতিনিধিদল এসে প্রকল্পস্থল পরিদর্শন করার পরে রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ ঘিরে জল্পনা ও সংশয় আরও বাড়ল। ডিভিসি-র কর্মী সংগঠনের মধ্যেও প্রশ্ন উঠেছে, তা হলে কি সত্যিই রঘুনাথপুর প্রকল্পের মালিকানা হাতবদল হতে চলেছে? বস্তুত, প্রকল্প রূপায়ণের হাতবদল নিয়ে ডিভিসি-র অন্দরে বেশ কয়েক মাস ধরেই জোর জল্পনা চলছে।

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মী সংগঠনের।— নিজস্ব চিত্র

প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মী সংগঠনের।— নিজস্ব চিত্র

শুভ্রপ্রকাশ মণ্ডল
রঘুনাথপুর শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:১৩
Share: Save:

এনটিপিসি-র একটি বড় প্রতিনিধিদল এসে প্রকল্পস্থল পরিদর্শন করার পরে রঘুনাথপুরে ডিভিসি-র তাপবিদ্যুৎ প্রকল্পের ভবিষ্যৎ ঘিরে জল্পনা ও সংশয় আরও বাড়ল।
ডিভিসি-র কর্মী সংগঠনের মধ্যেও প্রশ্ন উঠেছে, তা হলে কি সত্যিই রঘুনাথপুর প্রকল্পের মালিকানা হাতবদল হতে চলেছে? বস্তুত, প্রকল্প রূপায়ণের হাতবদল নিয়ে ডিভিসি-র অন্দরে বেশ কয়েক মাস ধরেই জোর জল্পনা চলছে। সেই জল্পনা আরও বেড়েছে, এনটিপিসি-র জেনারেল ম্যানেজার পদমর্যাদার আধিকারিক জে পি শ্রীবাস্তবের নেতৃত্বে দিল্লি থেকে আসা ১৪ জনের একটি দলের রঘুনাথপুর প্রকল্প পরিদর্শন করতে আসায়। মঙ্গলবার তাঁদের পরিদর্শন চলাকালীন ডিভিসি-র কর্মী সংগঠনের সদস্যদের মুখে শুনতে হল ‘গো-ব্যাক’ ধ্বনি! যা দেখে এনটিপিসি-র এক অফিসার বলে ফেললেন, ‘‘এক রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রকল্প দেখতে এসে গো-ব্যাক শুনতে হচ্ছে অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদলকে। এই ঘটনা সব অর্থেই বেনজির!’’

পরিদর্শন শেষে এ দিন এনটিপি-র কর্তারা বৈঠকও করেন ডিভিসি-র আধিকারিকদের সঙ্গে। ডিভিসি-র এই প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার জনার্দনপ্রসাদ সিংহের অবশ্য দাবি, রঘুনাথপুরের তাঁদের প্রকল্প রূপায়ণের দায়িত্ব এনটিপিসিকে দেওয়া হচ্ছে বলে কোনও খবর তাঁর জানা নেই। তিনি এ কথা বললেও জল্পনা থামছে না। কারণ, জমি-জট সহ নানা কারণে এমনিতেই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে ডিভিসি-র রঘুনাথপুর প্রকল্প। তার উপরে দেখা দিয়েছে আর্থিক সঙ্কট। প্রকল্প-ব্যয় বেড়ে গিয়েছে কয়েকগুণ। এই পরিস্থিতিতে তাপবিদ্যুত্‌ কেন্দ্রটি সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রূপায়িত করার ভাবনাচিন্তা শুরু হয়েছিল ডিভিসি-র শীর্ষ মহলে। ডিভিসি সূত্রে এ-ও জানা যাচ্ছে, এ বছরের গোড়ায় বিদ্যুত্‌ মন্ত্রক এনটিপিসি-কে রঘুনাথপুর প্রকল্প অধিগ্রহণ করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলেছিল। মন্ত্রকের কর্তাদের একাংশের যুক্তি ছিল, রঘুনাথপুরে প্রকল্প নির্মাণের ব্যাপারে ডিভিসি খুব একটা পেশাদারিত্বের পরিচয় দিতে পারছে না।

ডিভিসি সূত্রে জানা যাচ্ছে, বিদ্যুৎ মন্ত্রকের সুপারিশ মেনে এনটিপিসি-র সঙ্গে প্রাথমিক আলোচনা হয় ডিভিসি কর্তৃপক্ষের। সেই সময়ে এনটিপিসি রঘুনাথপুরের দায়িত্ব নিতে খুব একটা আগ্রহ দেখায়নি। কিন্তু, সম্প্রতি অবস্থার কিছুটা বদল হয়েছে। দিল্লিতে বিদ্যুৎ মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে রঘুনাথপুরের প্রকল্প রূপায়ণ নিয়ে আলোচনা হয়েছে ডিভিসি আর এনটিপিসি-র মধ্যে। তাৎপর্যপূর্ণ ভাবে তার পরেই রঘুনাথপুরের প্রকল্প পরিদর্শনে এসেছে এনটিপিসি-র দলটি। সোমবার রাতে দলটি রঘুনাথপুরে আসার পরে মঙ্গলবার প্রকল্পের টেকনিক্যাল ভবনে ডিভিসি-র আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত আলোচনা করেছেন এনটিপিসি-র অফিসারেরা। ডিভিসি-র তরফে তাদের প্রকল্পের বর্তমান অবস্থা-সহ অন্য বিষয়গুলি বিশদে জানানো হয়েছে। আজ, বুধবারও প্রকল্প পরিদর্শন করার কথা ওই দলটির।

এ দিকে রঘুনাথপুরের প্রকল্প কোনও অবস্থাতেই অন্য কোনও সংস্থার (তা সে রাষ্ট্রায়ত্ত হলেও নয়) হাতে তুলে দেওয়া যাবে না—এই মর্মে দাবি তুলে প্রকল্পের মধ্যে এ দিন বিক্ষোভ দেখিয়েছে ডিভিসি-র একটি কর্মচারী সংগঠন। মূলত বামপন্থী হিসাবে পরিচিত শ্রমিক ইউনিয়নের অভিযোগ, ডিভিসি কর্তৃপক্ষ আর্থিক সঙ্কটের কারণ দেখিয়ে রঘুনাথপুর প্রকল্প অন্য সংস্থার হাতে তুলে দিতে চাইছেন। সংগঠনের সাধারণ সম্পাদক জীবন আইচের দাবি, ‘‘আমাদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে ডিভিসি এবং এনটিপিসি কর্তৃপক্ষর মধ্যে আলোচনায় রঘুনাথপুরের প্রকল্প এনটিপিসি-র হাতে দেওয়া নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তারই প্রেক্ষিতে তড়িঘড়ি এনটিপিসি-র একটি দল এখানে এসেছে।” এ দিন প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিভিসি চেয়ারম্যানের কাছে রঘুনাথপুরের প্রকল্প অন্য কোনও সংস্থাকে দেওয়া যাবে না দাবি তুলে স্মারকলিপিও দিয়েছে শ্রমিক সংগঠনটি। বিক্ষোভকারীদের হাতে ছিল, ‘সেভ ডিভিসি’, ‘গো-ব্যাক এনটিপিসি’ লেখা প্ল্যাকার্ড।

এনটিপিসির আধিকারিকদের প্রকল্প পরিদর্শনের ঘটনা ‘রুটিন ভিজিট’ বলে দাবি করেছেন জনার্দনপ্রসাদ সিংহ। তিনি বলেন, ‘‘যে কোনও বিদ্যুৎ প্রকল্পের উন্নয়নে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই ধরনের পরিদর্শন করে। কখনও তারা নিজে করে, কখনও বা এনটিপিসি-র মতো বৃহৎ সংস্থাকে দিয়ে পরিদর্শন করায়। রঘুনাথপুরের প্রকল্পে এনটিপিসির আধিকারিকেরা সেই পরিদর্শনই করতে এসেছেন।” শ্রমিক সংগঠনগুলির পাল্টা দাবি, সাধারণত বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত কোনও সমস্যা তৈরি হলে ইলেকট্রিসিটি অথরিটি এই ধরনের পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষকে টেকনিক্যাল পরামর্শ দেয়। কিন্তু এনটিপিসি-র ১৪ জনের দল দু’দিন ধরে ডিভিসি-র একটি বিশেষ প্রকল্প পরিদর্শন করছে, অতীতে এ রকম কোনও নজির নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subhraprakash Mandal Raghunathpur NTPC DVC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE