Advertisement
২৬ এপ্রিল ২০২৪

লোকসভা ভোটের প্রস্তুতিতে বৈঠক

ইভিএমে যাকে ভোট দেওয়া হল, তিনি কি সত্যিই ভোট পেলেন? আর এই সংশয় থাকবে না। এ বার বুথে পিচবোর্ডের ঘেরাটোপের মধ্যে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের ভোটারের সামনে ফুটে উঠবে তাঁর ভোট কে পেলেন।

আলোচনা। নিজস্ব চিত্র

আলোচনা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ০২:৩৮
Share: Save:

ইভিএমে যাকে ভোট দেওয়া হল, তিনি কি সত্যিই ভোট পেলেন? আর এই সংশয় থাকবে না। এ বার বুথে পিচবোর্ডের ঘেরাটোপের মধ্যে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের ভোটারের সামনে ফুটে উঠবে তাঁর ভোট কে পেলেন। সৌজন্যে ভিভিপ্যাট (ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রেল)। আগামী লোকসভার ভোটে বুথে বুথে এমনই ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে শুক্রবার পুরুলিয়া জেলার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা জানান, জেলাশাসক অলকেশপ্রসাদ রায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক একটি ইভিএমে ১৪০০ ভোটার পর্যন্ত এই ব্যবস্থার সুবিধা রাখা যেতে পেরে। এ কথা মাথায় রেখে এই জেলায় ১৩৫০ জন পর্যন্ত ভোটারের জন্য এক একটি বুথ তৈরি করা হচ্ছে। জেলাশাসক জানান, জেলায় বর্তমানে এ রকম ২২টি ভোটকেন্দ্র রয়েছে, যেখানে ১৩৫০-এর বেশি ভোটার রয়েছেন। তাই ঠিক হয়েছে নতুন ২২টি ভোটকেন্দ্র তৈরি করা হবে। এই ২২টি ভোটকেন্দ্র কোথায় হবে, তা সংশ্লিষ্ট ব্লকের বিডিওরা স্থানীয় ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাধ্যমেই ঠিক করবেন। সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। শুক্রবার থেকেই আগামী লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল জানিয়ে জেলাশাসক বলেন, ‘‘আগামী ১১ জুন থেকে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। চলবে ৩০ জুন পর্যন্ত। বুথ লেভেল অফিসারেরা এই কাজ করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting Lok Sabha Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE