Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নেপালের পাশে পড়ুয়ারা

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ করেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। আজ, সোমবার ওই ত্রাণ সামগ্রী নিয়ে নেপাল যাচ্ছেন তাঁরা। বিশ্বভারতীর ওই ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক পড়ুয়াও। গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাঁরা ওই ত্রাণ সংগ্রহ করেছেন। রবিবার সন্ধ্যায় শান্তিনিকেতনে ত্রাণ এক জায়গায় করেছেন ওই পড়ুয়ারা।

সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছেন পড়ুয়ারা। বিশ্বভারতীতে। —নিজস্ব চিত্র।

সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছেন পড়ুয়ারা। বিশ্বভারতীতে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০৩:০৮
Share: Save:

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ করেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। আজ, সোমবার ওই ত্রাণ সামগ্রী নিয়ে নেপাল যাচ্ছেন তাঁরা। বিশ্বভারতীর ওই ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক পড়ুয়াও। গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাঁরা ওই ত্রাণ সংগ্রহ করেছেন। রবিবার সন্ধ্যায় শান্তিনিকেতনে ত্রাণ এক জায়গায় করেছেন ওই পড়ুয়ারা।

এ দিন সন্ধ্যায় বিশ্বভারতীর স্নাতকস্তরের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র টিপু সুলতান বলেন, ‘‘এলাকায় ঘুরে ঘুরে দিন চারেক ধরে আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছি। ওই সমস্ত ত্রাণ নেপালের ভূকম্পে পীড়িত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে।’’ তাঁর সঙ্গে রয়েছেন আর তিন ছাত্রছাত্রী। সঙ্গী স্নাতক স্তরের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র শুভদীপ ঘোষ, স্নাতকোত্তর বাংলা প্রথম বর্ষের ছাত্রী দেবপ্রিয়া সরকার এবং বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র অর্কদীপ গোস্বামীও। প্রত্যেকেই জানান, শান্তিনিকেতন থেকে ট্রেনে হাওড়া এবং সেখান থেকে রাজশোল এক্সপ্রেস ধরে তাঁরা ভারত-নেপাল সীমান্তে যাবেন। সীমান্তে পৌঁছে ওই দেশের গাড়িতে যাবেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায়। শুধু বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাই নয়, বোলপুর-শান্তিনিকেতন এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নেপালের দুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ, তাঁদের শোকে সমব্যথী হওয়া-সহ নিহতদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিলে পা মেলাচ্ছেন শতাধিক বাসিন্দা। শুকনো খাবার, শিশুদের খাবার, পোশাক এবং আর্থিক সাহায্য ভূমিকম্পে আক্রান্ত মানুষদের হাতে তুলে দেবে ওই ছাত্রছাত্রীরা। এ দিন সন্ধ্যায় উপাসনা মন্দিরের সামনে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা ভূমিকম্পে মৃতদের উদ্দেশে প্রার্থনা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE