Advertisement
০৭ মে ২০২৪

আহত ১০ জওয়ান

টহল সেরে অযোধ্যা পাহাড় থেকে নীচে নামার পথে দুর্ঘটনায় পড়ল কাউন্টার ইন্সার্জেন্সি ফোর্সের একটি গাড়ি। বুধবার বিকেলে পাহাড় থেকে বলরামপুরের দিকে নামার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সিআইএফ-র মোট ১২ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০১:২১
Share: Save:

টহল সেরে অযোধ্যা পাহাড় থেকে নীচে নামার পথে দুর্ঘটনায় পড়ল কাউন্টার ইন্সার্জেন্সি ফোর্সের একটি গাড়ি। বুধবার বিকেলে পাহাড় থেকে বলরামপুরের দিকে নামার রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। সিআইএফ-র মোট ১২ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জেলা পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন, সিআইএফের এই জওয়ানেরা পাহাড়ে প্রশিক্ষণে ছিলেন। আহতদের ১০ জনকে পুরুলিয়ায় নিয়ে আসা হয়েছে। কী ভাবে এই জওয়ানদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল এখনও জানা যায়নি।’’ পাহাড় থেকে হেদেলবেড়া হয়ে এই রাস্তাটি কিছুদিন আগে তৈরি হয়েছে। সেই রাস্তা দিয়েই সিআইএফ জওয়ানদের গাড়িটি বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়ার দিকে নামছিল। নামার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি পাথরে ধাক্কা মারে। এক জওয়ান জানান, দুর্ঘটনার পরে তাঁদের কয়েকজন খাদের দিকে ঝাঁপ দেন। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই প্রথমে জওয়ানদের সাহায্য করেন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বলরামপুরের বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে ১০ জনকে পুরুলিয়ায় নিয়ে আসা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purulia soldiers balarampur CIF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE