Advertisement
২৭ এপ্রিল ২০২৪

যোগ নিয়ে সভায় কথা গীতা, সাহিত্যের

‘যোগ সপ্তাহের’ অঙ্গ হিসেবে বিশ্বভারতীর ‘শারীরশিক্ষা, ক্রীড়া এবং জাতীয় পরিষেবা অধিদফতর’ (পিএসএনএস অফিস) ও ‘যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স’ বিভাগের উদ্যোগে রবিবার একটি জাতীয় আলোচনাসভা হল।

নিজস্ব সংবাদদাতা
শান্তিনিকেতন শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ০১:৫৬
Share: Save:

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বভারতীতে পালিত হচ্ছে ‘যোগ সপ্তাহ’। ১৫ জুন থেকে যোগ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২১ জুন পর্যন্ত।

‘যোগ সপ্তাহের’ অঙ্গ হিসেবে বিশ্বভারতীর ‘শারীরশিক্ষা, ক্রীড়া এবং জাতীয় পরিষেবা অধিদফতর’ (পিএসএনএস অফিস) ও ‘যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স’ বিভাগের উদ্যোগে রবিবার একটি জাতীয় আলোচনাসভা হল। ‘সামগ্রিক স্বাস্থ্যবিধানের জন্য যোগ’ শীর্ষক ওই সম্মেলনের প্রথম পর্যায়ে ভারতীয় পুরাসাহিত্য এবং গীতাতে যোগের অবস্থান সম্পর্কে বক্তব্য রাখেন স্বামী সংঘমিত্র নন্দ, দেবনাথ গঙ্গোপাধ্যায়, পাস্বতী ঠাকুর, বনস্পতি বিশ্বাস। এ দিনের ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন, পিএসএনএস ডিরেক্টর নারায়ণচন্দ্র মন্ডল, ‘যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স’ বিভাগের প্রধান সমীরণ মন্ডল, বিনয়ভবনের উপাধ্যক্ষ অশোককুমার গুণ, অধ্যাপক প্রণব চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা, কল্লোল চট্টোপাধ্যায়।

এর আগে ৫ মে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একটি ধ্যান কর্মশালার আয়োজন করা হয়। মনোবিজ্ঞানী, আন্তর্জাতিক যোগ প্রশিক্ষক এবং প্রজাপিতা ব্রহ্মকুমারিস ঈশ্বরিয়া বিশ্ব বিদ্যালয়ের বিশেষজ্ঞ গিরিশ পটেল ওই কর্মশালার দায়িত্বে ছিলেন। এ ছাড়াও ৫ এপ্রিল বিশ্বভারতীর ‘যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স’ বিভাগ ও বেঙ্গালুরুর ‘পিরামিড স্পিরিচুয়াল সোসাইটিস মুভমেন্ট’-এর যৌথ উদ্যোগে বিশ্বভারতীর নাট্যঘরে একটি যোগ কর্মশালার আয়োজন করা হয়েছিল। বিশ্বভারতীর পড়ুয়ারা ওই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিশ্বভারতী সূত্রে খবর, যোগ কী ভাবে মানুষকে শান্তি দেয়, শারীরিক ভাবে সুস্থ রাখে সে সব বিষয়ে বক্তব্য রাখেন ব্রহ্মর্ষি পত্রীজী। মঞ্চ থেকেই সামনে বসে থাকা মানুষদের ধ্যানও করান তিনি।

বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ১৫ জুন থেকে যোগ বিভাগের ছাত্রছাত্রীরা বিশ্বভারতী সংলগ্ন প্রায় ২০ টি স্কুলের পড়ুয়াদের যোগ শেখাচ্ছেন। সোমবার যোগ সংক্রান্ত ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রয়েছে বিতর্ক প্রতিযোগিতা। বুধবার বিশ্বভারতীর এনএসএস করা পড়ুয়াদের মধ্যে যোগ প্রতিযোগিতা হবে। বৃহস্পতিবার অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবসে পুরনো মেলার মাঠে যোগাভ্যাসের পর সারা দিন নাট্যঘরে অনুষ্ঠান হবে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ১৫ জুন থেকে যে সব স্কুলে বিশ্বভারতীর পড়ুয়ারা যোগ শেখাচ্ছেন, সে দিন সেই স্কুলগুলির ছাত্রছাত্রীরা যোগ প্রতিযোগিতায় অংশ করবে।

ষোগ সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে ‘যোগিক আর্ট অ্যান্ড সায়েন্স’ বিভাগের প্রধান সমীরণ মন্ডলের কথায়, ‘‘শুধু বিশ্বভারতী বা ভারত বলে নয়, যোগের পরিসর ক্রমে বাড়ছে। গত বছর প্রায় ২২০টি দেশ একসঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছে। সেই পরিসরে পড়ুয়াদের সামিল করতে চাই আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE