Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Visva-Bharati University

সস্ত্রীক করোনা আক্রান্ত উপাচার্য

জানা গিয়েছে, এ দিন সকাল থেকে পিয়ারসন হাসপাতালে মোট ১১৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। যার মধ্যে মোট ১৬ জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
শান্তিনিকেতন শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০১:২০
Share: Save:

এ বার করোনা আক্রান্ত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। করোনা সংক্রমণ ধরা পড়েছে তাঁর স্ত্রীর শরীরেও। উপাচার্যের ছেলেমেয়ে একই বাড়িতে থাকলেও তাঁদের কোনও রকম সংক্রমণ ধরা পড়েনি। উপাচার্য ও তাঁর স্ত্রী, দু’জনেই উপসর্গহীন। আপাতত বাংলোতেই আইসোলেশনে রয়েছেন।

বিশ্বভারতী সূত্রের খবর, সোমবার বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে একটি করোনা পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সেখানেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা সংক্রমণ ধরা পড়ে সস্ত্রীক উপাচার্যের। গত বুধবার উপাচার্যের ব্যক্তিগত গাড়িচালকের করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তার পর থেকে উপাচার্য বাংলোতেই নিভৃতবাসে ছিলেন। সেদিন থেকেই বন্ধ করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনে যাতায়াতের পথটিকেও।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার বলেন, “গত বুধবার থেকেই উপাচার্যের কার্যালয় বন্ধ ছিল এবং তাঁর বাংলোর সমস্ত কর্মচারীকে ছুটি দেওয়া হয়েছিল। তবে, আজকের ঘটনার পরে আগামী আরও ১৪ দিন এই একই পদ্ধতি অনুসরণ করা হবে।’’ আগামী ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পুজোর ছুটি চলবে বিশ্বভারতীতে। তার পরেই আবার সঠিক পদ্ধতিতে জীবাণুমুক্ত করে খোলা হবে উপাচার্যের দফতর। তবে ছুটির আগে আগামী দু'দিন অন্যান্য দপ্তরগুলি আগের মতোই খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন। অনির্বাণবাবু বলেন, “উপাচার্যের শরীরে এখনও পর্যন্ত রোগের কোনও লক্ষণ নেই। সোমবারও তিনি অনলাইনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।’’

জানা গিয়েছে, এ দিন সকাল থেকে পিয়ারসন হাসপাতালে মোট ১১৮ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। যার মধ্যে মোট ১৬ জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। হাসপাতালে এক স্বাস্থ্যকর্মী জানান, যাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে, সেগুলি পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। বিশ্বভারতীতে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে পুজোর ছুটির পরেও সমস্ত অফিস খোলা যাবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্বভারতীর আধিকারিকদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE