Advertisement
০২ মে ২০২৪
অশান্তি জলপাইগুড়ির স্কুলে

প্রধান শিক্ষক ঘেরাও

সাত দিনের মাথায় ফের একবার ঘেরাও হলেন জলপাইগুড়ির গরালবাড়ির ফোদরপাড়া বি এফ পি স্কুলের প্রধান শিক্ষক। এবারও অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৮:০৫
Share: Save:

সাত দিনের মাথায় ফের একবার ঘেরাও হলেন জলপাইগুড়ির গরালবাড়ির ফোদরপাড়া বি এফ পি স্কুলের প্রধান শিক্ষক। এবারও অভিযোগ সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ তাঁকে গালিগালাজও করা হয় বলেও অভিযোগ৷ ঘটনায় ক্ষুব্ধ ও অপমানিত প্রধান শিক্ষক প্রলয় কুমার সাহা এ দিন সাফ জানালেন, সমস্যা না মেটা পর্যন্ত তিনি আর স্কুলেই যাবেন না ৷

সাত দিনের মাথায় পর পর দু’বার একটি স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও থাকতে হওয়ায় খানিকটা হলেও টনক নড়েছে প্রশাসনের ৷ সমস্যা সমাধানে খুব শীঘ্রই প্রধান শিক্ষক ও বিক্ষোভকারীদের নিয়ে বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা দাবি করেছেন, তারা এ দিনের ঘেরাওতে সামিল হলেও, আসলে ওই কর্মসূচিটা অভিভাবকদেরই ছিল ৷

স্কুলের একটি নতুন নির্মাণকে ঘিরে ফোদরপা়ড়া বিএফপি স্কুলে অনেক দিন ধরেই সমস্যা চলছে ৷ প্রধান শিক্ষকের অভিযোগ, “ওদের পছন্দের শ্রমিকদের কাজে নেওয়ার দাবিতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা ওই নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল৷

কিন্তু কেন ওদের কথা শুনে আমি সরকারি নিয়ম ভঙ্গ করলাম না তার জন্য গত ১৩ জুন ওরা আমায় সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রেখেছিল৷ এমনকি আমাকে দিয়ে মুচলেকাও লিখিয়েছিল ৷ তারপর গত শনিবার প্রথম স্কুলে যাই ৷ কিন্তু সে দিন কিছু হয়নি৷ সোমবার স্কুলে যেতেই ওরা আবারও আমায় বিকাল পাঁচটা পর্যন্ত ঘেরাও করে রাখল ৷ সঙ্গে চলল গলিগালাজ ৷”

যদিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল কমিটির সদস্য জামিনার রহমানের দাবি , প্রধান শিক্ষককে এ দিন মূলত অভিভাবকরাই ঘেরাও করেছিলেন৷ তাঁরা শুধুমাত্র সঙ্গে ছিলেন৷” তাঁর কথায়, “গত ১৩ জুন প্রধান শিক্ষক আমাদের আশ্বাস দিয়েছিলেন, স্কুলের নির্মাণ কাজটি নিয়ে খুব শীঘ্রই তিনি আমাদের সঙ্গে প্রশাসনের কর্তাদের আলোচনার ব্যবস্থা করবেন৷ তা না হওয়াতেই অভিভাবকরা আজ ক্ষেপে গিয়ে তাঁকে ঘেরাও করে৷” স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দুপুর তিনটের সময় ঘেরাও মুক্ত হন প্রধান শিক্ষক ৷

এ দিকে সাত দিনের মাথায় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে দু’দুবার ঘেরাওয়ের ঘটনায় এ দিন টনক নড়ে প্রশাসনেরও ৷ জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) তৃপ্তি গুহ বলেন, “আমরা খুব শীঘ্রই প্রধান শিক্ষক ও আন্দোলনকারীদের নিয়ে আলোচনায় বসে বিষয়টি মেটাব৷” সূত্রের খবর, প্রশাসনের এক আধিকারিক প্রধান শিক্ষকের মোবাইল মারফৎ আন্দোলনকারীদেরও ওই আশ্বাস দিলে ঘেরাও ওঠে৷

তবে গোটা ঘটনা চরম ক্ষুব্ধ ও অপমানিত প্রধান শিক্ষক প্রলয়বাবুর সাফ কথা, “অনেক হয়েছে ৷ চাকরি রয়েছে আর মাত্র কয়েক মাস ৷ আর ভাল লাগছে না৷ তাই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আর স্কুলেই যাব না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri school gherao
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE