Advertisement
১১ মে ২০২৪
National news

এই কাঁচি ভারতীয় গণতন্ত্রকে কুচি কুচি করে কাটছে

কাঁচি যখন এত বড়, তখন চলচ্চিত্র জগত্ যে তার নাগালের বাইরে থাকবে না, সে বলাই বাহুল্য। কিন্তু এমন একটি তথ্যচিত্রের উপর দাপট দেখাল সে কাঁচি যে বিতর্ক শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে পড়ল বাইরেও।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

অঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ০৩:৫১
Share: Save:

উদ্যত এক কাঁচির ছায়া দীর্ঘায়িত হচ্ছে আমাদের জীবনে। আমাদের ভাবনায় কাঁচি, মননে কাঁচি, কথায় কাঁচি, ভাষায় কাঁচি, খাদ্যাভ্যাসে কাঁচি, শিল্পকলায় কাঁচি, সৃষ্টিশীলতায় কাঁচি আজ। কাঁচি যখন এত বড়, তখন চলচ্চিত্র জগত্ যে তার নাগালের বাইরে থাকবে না, সে বলাই বাহুল্য। কিন্তু এমন একটি তথ্যচিত্রের উপর দাপট দেখাল সে কাঁচি যে বিতর্ক শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ রইল না, ছড়িয়ে পড়ল বাইরেও।

‘গরু’র মতো স্পর্শকাতর, ‘গুজরাত’-এর মতো স্মৃতিবিদারক শব্দ রয়েছে তথ্যচিত্রটিতে। শাসকের পক্ষে অস্বস্তিকর আরও বেশ কিছু উচ্চারণ রয়েছে সম্ভবত। শব্দগুলো বেরিয়েছে আবার অমর্ত্য সেনের মুখ থেকে। সেই অমর্ত্য সেন, যিনি এখনও সাহসীদের মতো ভাবতে পারেন এবং সে স্বকীয় ভাবনার নির্ভীক প্রকাশও ঘটাতে পারেন। সেই অমর্ত্য সেন, যিনি আজও রাজাকে তাঁর বস্ত্রহীনতার কথা মনে করিয়ে দিতে পারেন। এহেন অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্রে সমসাময়িক কালের বিশ্লেষণ থাকলে রাজার অস্বস্তি যে হবে সে কথা জানাই ছিল। অতএব কাঁচি চলাও প্রত্যাশিতই ছিল।

প্রত্যাশিত ঘটনা মানেই যে স্বাভাবিক ঘটনা, তা কিন্তু নয়। নাগরিকের জীবন ও গতিবিধির উপর সর্বাত্মক নিয়ন্ত্রণ আরোপ করার যে প্রয়াস ও প্রবণতা রোজ একটু একটু করে বাড়ছে এ দেশে, তার প্রেক্ষিতেই অমর্ত্য সেনকে নিয়ে তৈরি হওয়া সুমন ঘোষের তথ্যচিত্রের উপর খাঁড়া নেমে আসাকে প্রত্যাশিত বলে মনে হয়। কিন্তু কোনও স্বাভাবিক গণতান্ত্রিক পরিসরে এই ছবির প্রকাশ বাধাপ্রাপ্ত হতে পারে না। বাধা যখন দেওয়া হল, রিলিজ যখন আটকে গেল, তখন অভ্রান্ত ভাবে বুঝে নিতে হয়, স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশটা আর নেই। এই সব মুহূর্তেই অমর্ত্য সেনরা আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠেন। বিধিনিষেধের বেড়াজালে তাঁদের আটকে ফেলার চেষ্টা করে শাসক তাঁদের প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে দেন।

এ ভাবে কিন্তু কণ্ঠরোধ করা যায় না। ভারতীয় গণতন্ত্র কোনও ভাবেই এর অনুমতি দেয় না। কিন্তু অনুমতির তোয়াক্কা না করেই আজ কণ্ঠরোধের চেষ্টা চলছে। অনুমতির তোয়াক্কা না করেই নাগরিকের উপর রাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা শুরু হয়েছে। সবচেয়ে বড় অবমাননার শিকার কিন্তু ভারতীয় গণতন্ত্রই হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE