Advertisement
০২ মে ২০২৪

এই তো তোমার ভোট

...‘এর কাছে যা রক্ত তাজা, ওর কাছে শরবত/এই তো তোমার ভোট’। মাত্র কয়েক দিন আগেই আনন্দবাজার ওয়েবসাইটের জন্য কলম ধরেছিলেন শ্রীজাত। আর বৃহস্পতিবার তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদের ডোমকলে বিরোধী দলের এক নির্বাচনী এজেন্টকে যে ভাবে কুপিয়ে গুলি করে খুন করা হল, কেতুগ্রামে যে ভাবে বিরোধী দলের আর এক সমর্থকের কান কেটে নেওয়া হল, যে ভাবে রক্তাক্ত হল তৃতীয় দফার নির্বাচন তাতে এই কবিতাটি আবার বড় বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে।

শ্রীজাত
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০০:০০
Share: Save:

...‘এর কাছে যা রক্ত তাজা, ওর কাছে শরবত/এই তো তোমার ভোট’। মাত্র কয়েক দিন আগেই আনন্দবাজার ওয়েবসাইটের জন্য কলম ধরেছিলেন শ্রীজাত। আর বৃহস্পতিবার তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদের ডোমকলে বিরোধী দলের এক নির্বাচনী এজেন্টকে যে ভাবে কুপিয়ে গুলি করে খুন করা হল, কেতুগ্রামে যে ভাবে বিরোধী দলের আর এক সমর্থকের কান কেটে নেওয়া হল, যে ভাবে রক্তাক্ত হল তৃতীয় দফার নির্বাচন তাতে এই কবিতাটি আবার বড় বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে।

চাই যে তবু পাইনে ছুঁতে

হাজার লোকের বাজার বুথে

আঙুল বাড়াই কলঙ্কে আর সামলে রাখি ঠোঁট –

এই তো তোমার ভোট।

সকালবেলার সহজ শিকার

আগলে রাখা ভোটাধিকার

মুখের কাছে আলতো হাসি, বুকের নীচে চোট –

এই তো তোমার ভোট।

তবুও ছুটি এই অছিলায়

বিশ্বাসে যে বস্তু মিলায়,

কিন্তু কোথায়? জলে-ডাঙায় বাঘ-কুমিরের জোট –

এই তো তোমার ভোট।

একজিটে যে পোল-এর কথা,

সম্ভাবনার নীরবতা,

সব ছাপিয়ে তোমারই জিত, অধুনা মূলস্রোত –

এই তো তোমার ভোট।


অলঙ্করণ: সুমন চৌধুরী

আমরা কেবল খেলনাবাটি

যেদিক বলো, সেদিক হাঁটি

বিরুদ্ধে যে বলবে কথা, ক’জন আছে মোট?

এই তো তোমার ভোট।

সন্ধে নামে কোথাও কোনও...

যুদ্ধশেষে আসন গোনো

এর কাছে যা রক্ত তাজা, ওর কাছে শরবত –

এই তো তোমার ভোট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Sriajto west bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE