Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP Candidate List

BJP Candidates List: কৃষ্ণনগর উত্তরেই প্রার্থী মুকুল রায়, বরাহনগরে পার্নো, চৌরঙ্গিতে শিখা মিত্র চৌধুরী

এত দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর থেকে লড়তেন, সেখানে অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করল বিজেপি। রাহুল সিন্‌হা দাঁড়াচ্ছেন হাবড়ায়।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ১৬:৪৮
Share: Save:

কৃষ্ণনগর উত্তরে বিজেপি-র প্রার্থী হলেন মুকুল রায়। ওই কেন্দ্রে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। সেখানে দু’জনের মধ্যে টক্কর হতে চলেছে। যদিও ২০১৯-এর লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হয় তৃণমূল।

অন্য দিকে, যে ভবানীপুর ছেড়ে এ বার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অভিনেতা রুদ্রনীল ঘোষকে দাঁড় করিয়েছে বিজেপি। সম্প্রতি তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি।

তৃণমূল-ত্যাগী সব্যসাচী দত্তকেও এ বার প্রার্থী করেছে বিজেপি। তাঁকে দেওয়া হয়েছে বিধাননগর কেন্দ্রটি। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে দাঁড় করানো হয়েছে বীজপুর কেন্দ্রে। তৃণমূল ত্যাগী জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী হচ্ছেন পাণ্ডবেশ্বরেই।

বিজেপি-র প্রার্থিতালিকা—

• শান্তিপুর থেকে লড়বেন জগন্নাথ সরকার।

• কৃষ্ণগঞ্জ থেকে লড়বেন আশিসকুমার বিশ্বাস।

• রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী।

• কল্যাণী থেকে লড়বেন অম্বিকা।

• পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়।

• বরাহনগর থেকে লড়বেন অভিনেত্রী পার্নো মিত্র।

• বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল।

• চাকুলিয়ায় সচিন প্রসাদ।

• হেমতাবাদে চাঁদিমা রায়।

• মন্তেশ্বরে সৈকত পাঁজা।

• কালিয়াগঞ্জে সৌমেন রায়।

• তেহট্টে আশুতোষ পাল।

• নাকাশিপাড়া শান্তনু দেব।

• কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়।

সরাসরি: কৃষ্ণনগর উত্তরে বিজেপি-র প্রার্থী মুকুল রায়, বরাহনগরে পার্নো

• বিধাননগরে সব্যসাচী দত্ত।

• রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য।

• আসানসোলে অগ্নিমিত্রা পাল।

• আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

• বীজপুরে প্রার্থী শুভ্রাংশু রায়।

• চৌরঙ্গিতে শিখা মিত্র।

• ডোমকলে রুবিয়া খাতুন।

• শিলিগুড়ি শঙ্কর ঘোষ।

• বীজপুরে শুভ্রাংশু রায়।

• সাগরদিখি মাফুজা খাতুন।

• ভবানীপুরে রুদ্রনীল ঘোষ।

• কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়।

• ভাটপাড়ায় পবন সিংহ।

• কালনায় বিশ্বজিৎ কুণ্ডু।

• ইংরেজবাজারে শ্রীরূপা মিত্র চৌধুরী।

• জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত।

• মানিকতলায় কল্যাণ চৌবে।

• দুর্গাপুর পূর্বে দীপাংশু চৌধুরী।

• ধূপগুড়িতে বিষ্ণুপদ রায়।
• ময়নাগুড়িতে কৌশিক রায়।

• জলপাইগুড়িতে সুজিত সিংহ।

• মালে মহেশ বাগী।

• নাগরাকাটে পুনা ভেঙ্গরা।

• মাটিগড়া-নকশালবাড়িতে আনন্দময় বর্মণ।

• মধ্যমগ্রামে রাজশ্রী রাজবংশী।

• বারাসতে শঙ্কর চট্টোপাধ্যায়।

• দেগঙ্গায় দীপিকা চট্টোপাধ্যায়।

• সন্দেশখালিতে ভাস্কর সরকার।

• বসিরহাট দক্ষিণে তারকনাথ ঘোষ।

• বসিরহাট উত্তরে নারায়ণ মণ্ডল।

• হিঙ্গলগঞ্জে নিমাই দাস।

• বর্ধমান উতত্রে রাধাকান্ত রায়।

• অশোকনগরে তনুজা চক্রবর্তী।

• নৈহাটিতে ফাল্গুনী পাত্র।

• জগদ্দলে অরিন্দম ভট্টাচার্য।

• গলসিতে তপন বাগদি।

• হবিবপুরে জোয়েল মুর্মু।

• গাজোলে চিন্ময় দেব বর্মণ।

• চাঁচলে দীপঙ্কর রাম।

• হরিশচন্দ্রপুরে মতিউর রহমান।

• মালতিপুরে মৌসুমী দাস।

• লালগোলায় কল্পনা ঘোষ।

• ভগবানগোলা মেহবুব আলম।

• নবগ্রামে মোহন হালদার।

• কলকাতা বন্দরে অওধ কিশোর গুপ্ত।

• বালিগঞ্জে লোকনাথ চট্টোপাধ্যায়।

• পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি।

• মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ।

• দুর্গাপুর পশ্চিমে লক্ষ্ণণ ঘড়াই।

• রানিগঞ্জে বিজন মুখোপাধ্যায়।

• আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

• কুলটিতে আজয় পোদ্দার।

• জামুড়িয়ায় তাপস রায়।

• কান্দিতে গৌতম রায়।

• বেলডাঙায় সুমিত ঘোষ।

• সুজাপুরে এসকে জিয়াউদ্দিন।

• জলঙ্গিতে চন্দন মণ্ডল।

• নওদায় অনুপম মণ্ডল।

• হরিহরপাড়ায় তন্ময় বিশ্বাস।

• দুবরাজপুরে অনুপ সাহা।

• সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়।

• বোলপুরে অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

• নানুরে তারক সাহা।

• লাভপুরে বিশ্বজিৎ মণ্ডল।

• সাঁইথিয়ায় প্রিয়া সাহা।

• ময়ূরেশ্বরে শ্যামাপদ মণ্ডল।

• নলহাটিতে তাপসকুমার যাদব।

• বিজেপি-তে যোগ দিলেন ‘রামায়ণ’ অভিনেতা অরুণ গোভিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE