Advertisement
১১ মে ২০২৪
West Bengal Assembly Election 2021

Bengal Polls: মদনের ‘খেলা হবে!’ বিজেপি-র ৩ নায়িকা প্রার্থীকে নিয়ে গঙ্গাবক্ষে ‘খেলব হোলি রং...’

পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীও দোলের উৎসব চুটিয়ে উপভোগ করেছেন। তনুশ্রী বলেই দিলেন, ‘‘মদনদা রাজনীতিও হালকা মেজাজেই করেন। এটা আমাদের সবার শেখার।’’

গঙ্গাবক্ষে দোল উৎসবে মদন মিত্রর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী।

গঙ্গাবক্ষে দোল উৎসবে মদন মিত্রর সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৩:৪০
Share: Save:

পরনে বাহারি পাঞ্জাবি। গলায় লাল রঙের উত্তরীয়। সঙ্গে চিরপরিচিত রোদ চশমা। তবে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর হাতে মাইক্রোফোন নেই। তার বদলে রয়েছে সবুজ আবির। আর সেই আবিরই তিনি মাখিয়ে দিচ্ছেন বিজেপি-র তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে। অভিনেত্রীরা পাল্টা কমলা আবির মাখাচ্ছেন মদনকে। দোলের দিন রাজনীতির রং মিলান্তি দেখা গেল গঙ্গাবক্ষে, লঞ্চের উপরে।

রবিবার এক সংস্থার উদ্যোগে দক্ষিণেশ্বরে গঙ্গাবক্ষে দোল উৎসবের আয়োজন করা হয়। সেখানেই আমন্ত্রিত ছিলেন চার প্রার্থী। শুরু থেকেই নিজের পরিচিত মেজাজে ছিলেন মদন। সবাইকে আবির মাখানো থেকে শুরু করে ‘খেলব হোলি রং দেব না’, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, চুটিয়ে গানও গাইলেন তিনি। বললেন, ‘‘আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি। আর বাংলার সংস্কৃতি হল ‘খেলব হোলি রঙ দেব না, তাই কখনও হয়।’ এটা দোলের উৎসব। গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব।’’

কিন্তু তাই বলে গোটা বাংলায় যেখানে প্রার্থীরা প্রচারে বিরোধীদের তীর্যক আক্রমণ করছেন, সেখানে একই মঞ্চে বিজেপি প্রার্থীদের সঙ্গে দোল খেলছেন প্রাক্তন মন্ত্রী। মদনের সাফ জবাব, ‘‘আজ তৃণমূল, বিজেপি, সিপিএম নয়, আজ রঙের উৎসব। আজ জেতা-হারার প্রশ্ন নেই, আজ শুধুই মজা।’’

নির্বাচনের অনেক দিন আগে থেকেই মদনের গলায় শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। রবিবারও তিনি ‘খেলা’তেই মেতেছেন বলে জানান কামারহাটির প্রার্থী। বলেন, ‘‘দোলও তো খেলাই।’’

২০২১ বিধানসভায় বেহালা পূর্ব ও পশ্চিমের প্রার্থী যথাক্রমে পায়েল ও শ্রাবন্তী। অন্যদিকে, তনুশ্রী শ্যামপুকুরের প্রার্থী। তবে রাজনৈতিক লড়াই ভুলে তাঁরাও এই দোলের উৎসব চুটিয়ে উপভোগ করেছেন। তনুশ্রী তো বলেই দিলেন, ‘‘মদনদা রাজনীতিটাও হালকা মেজাজেই করেন। এটা আমাদের সবার শেখার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madan Mitra West Bengal Assembly Election 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE