Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Bharati Ghosh

Bengal Polls: বুথে বুথে টহল দিতে গিয়ে বিক্ষোভের মুখে ভারতী, বহিরাগত ঢোকানোর অভিযোগ, কমিশনে নালিশ তৃণমূলের

বুথে বুথে ভোটগ্রহণ দেখতে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ভারতী। এলাকায় ফ্লাইং পুলিশের একটি দল এসে পৌঁছয়।

বুথে বুথে টহল ভারতীর।

বুথে বুথে টহল ভারতীর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডেবরা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ০৯:৫৩
Share: Save:

ডেবরায় বহিরাগতদের নিয়ে বুথে বুথে টহল দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। এলাকায় স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়েন ভারতী। ডেবরায় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর বলেন, ‘‘ভারতী ঘোষ হরিপুর, ইসলামপুর বুথ এলাকায় ২০-২২ টা গাড়ি নিয়ে ঘুরছেন। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি আমরা।’’

ভারতী যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সকালেই নিজের কেন্দ্রে ভোটপ্রক্রিয়া দেখতে বেরিয়ে পড়েন ভারতী। হরিহরপুর বুথের সামনের হনুমান মন্দিরে প্রথমে পুজো দেন তিনি। তার পর বিভিন্ন বুথ এলাকা ঘুরে দেখেন। সেখানেই তৃণমূল কর্মীরা বুথের সামনে জমায়েত করছেন এবং ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন ভারতী। তাঁর অভিযোগ, ডেবরার একটি বুথে ভাঙচুর করা হয়েছে। তবে ভারতীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
সংবাদমাধ্যমে ভারতী বলেন, ‘‘নওয়াপাড়া বুথের সামনে জমায়েত করছেন তৃণমূলের লোকজন। বিজেপি-র এজেন্টকে তাড়িয়ে দিয়েছেন ওঁরা। বারুনিয়ায় দলের পতাকা এবং প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সকলে। পর্যবেক্ষককে জানিয়েছি।’’
বুথ পরিক্রমায় নেমে ডেবরা বাজারেও যান ভারতী। সেখানে তিনি বলেন, ‘‘ইসলামপুর বুথে বিজেপি-র এজেন্ট বসতে দেওয়া হয়নি। তৃণমূলের লোকেরা প্রকাশ্যে ভয় দেখাচ্ছেন। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। ২০৯ নম্বর বুথে যেতে দেওয়া হচ্ছে না আমাকে। নির্বাচন কমিশনের দেখা উচিত, স্বাধীন এবং নিরপেক্ষ ভোট হচ্ছে কি না।’’

ডেবরা দক্ষিণের বিজেপি-র মণ্ডল সভাপতি মোহন সিংহ নামে এক বিজেপি এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ভারতী। এর বিহিত না হলে ধর্নায় বসবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতী বলেন, ‘‘লোকসভা নির্বাচনে কেশপুরে যে নাটক হয়েছিল, এ বার তার পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না। অবজার্ভারকে জানিয়েছি।’’ তৃণমূল বহিরাগতদের জড়ো করে বুথ দখল করছে বলেও দাবি করেন তিনি।

ভারতীকে ঘিরে বিক্ষোভ।

ভারতীকে ঘিরে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

ভারতীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, ডেবরায় শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে। ভারতী নিজেই বহিরাগতদের নিয়ে আসছেন। হরিহরপুর বুথ থেকে ডেবরার বুথে ভারতী লোক নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কেউ কেউ। ভারতীকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE