Advertisement
০৭ মে ২০২৪
Entertainment News

মহিলা প্রতিমা শিল্পীর গল্প নিয়ে আসছে ‘বাজল তোমার আলোর বেণু’

প্রতিমা গড়ার কাজ সাধারণত পুরুষপ্রধান। এই পেশায় পুরুষদের আধিপত্যই দেখা যায়। হাতে গোনা কয়েক জন মহিলা শিল্পীর নাম শোনা যায় বটে। কিন্তু বাস্তবে তাঁদের কাজের প্রতিকূলতাও অনেক। তাঁদেরই প্রতিনিধি হয়ে উঠবেন মিনু।

মূল চরিত্রে অভিনয় করছেন শ্যামপ্তি মুদলি।

মূল চরিত্রে অভিনয় করছেন শ্যামপ্তি মুদলি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১৩:৫৯
Share: Save:

পুজো আসছে। ব্যস্ততা বেড়েছে কুমোরপাড়ায়। কিছু দিনের মধ্যেই মাটির ওপর রঙের প্রলেপ পড়বে। অস্ত্র হাতে সেজে উঠবে দুর্গা। আর এই সাজানোর ভার যদি নেন কোনও মহিলা? কেমন হয় তা হলে?

প্রতিমা গড়ার কাজ সাধারণত পুরুষপ্রধান। এই পেশায় পুরুষদের আধিপত্যই দেখা যায়। হাতে গোনা কয়েক জন মহিলা শিল্পীর নাম শোনা যায় বটে। কিন্তু বাস্তবে তাঁদের কাজের প্রতিকূলতাও অনেক। তাঁদেরই প্রতিনিধি হয়ে উঠবেন মিনু।

কে এই মিনু? কী তাঁর পরিচয়?

অনাথ মেয়ে মিনুর ঠাঁই হয় প্রতিমাশিল্পী কালীকৃষ্ণের কাছে। প্রতিমা তৈরির প্রতি মিনুর আগ্রহ দেখে তিনি হাতে ধরে কাজ শেখান মেয়েটিকে। মূর্তি গড়ার কাজই তখন হয়ে ওঠে মিনুর আশ্রয়। দুর্গা প্রতিমাই হয়ে ওঠে মিনুর মা। এই গল্প নিয়েই স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘বাজল তোমার আলোর বেণু’। আগামী ২০ অগস্ট থেকে এই ধারাবাহিক দেখা যাবে টেলিভিশনের পর্দায়।

আরও পড়ুন, ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশি চ্যালেঞ্জিং, বলছেন জয়া

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনা ও প্রযোজনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। শ্যামপ্তি মুদলি, সঞ্জীব দাশগুপ্ত, কুশল চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দেবলীনা দত্ত, অনুশ্রী দাশ, ভাস্বর চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে ‘বাজল তোমার আলোর বেণু’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TV Tollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE