Advertisement
১১ মে ২০২৪
Hollywood

রাস্তার বেড়ালও বদলে দেয় জীবন

অনেকেই বলেন, বাড়িতে একটা পোষ্য থাকলে সময় সুন্দর ভাবে কেটে যায়। কাজ থেকে সারা দিন পর বাড়ি ফিরেছেন। খুব ক্লান্ত। হয়তো আপনার দিনটা মোটেও ভাল যায়নি। অফিস ব্যাগটাকে ঘরের একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ক্লান্তভাবে সোফায় শরীরটাকে এলিয়ে দিয়ে বসতে না বসতেই টুক করে একটা ছোট্ট লাফে আপনার কোলে জায়গা করে নেবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৯
Share: Save:

অনেকেই বলেন, বাড়িতে একটা পোষ্য থাকলে সময় সুন্দর ভাবে কেটে যায়। কাজ থেকে সারা দিন পর বাড়ি ফিরেছেন। খুব ক্লান্ত। হয়তো আপনার দিনটা মোটেও ভাল যায়নি। অফিস ব্যাগটাকে ঘরের একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ক্লান্তভাবে সোফায় শরীরটাকে এলিয়ে দিয়ে বসতে না বসতেই টুক করে একটা ছোট্ট লাফে আপনার কোলে জায়গা করে নেবে। আপনার হাতে, মুখে, গায়ে গা ঘষে ঘষে আপনাকে বাধ্য করবে ওকে জড়িয়ে ধরতে, ভালবাসতে। অনেক সময় হয়তো বাড়িতে আপনি একা। কাজ সেরে বাড়ি ফিরছেন কেনা খাবার সঙ্গে নিয়ে। ক্লান্তভাবে চাবি ঘুরিয়ে দরজা খুলেই দেখলেন আপনার অপেক্ষায় দরজারই সামনে অপেক্ষা করছে আপনার পোষ্য। সারা দিন ঘরে একা কাটানোর কোনও দুঃখ, অভিমান নেই ওর মনে। শুধু একটু ভালোবাসা পেলেই সব ভুলে যাবে। কুকুর হোক বা বেড়াল, আপনার ঘরে পোষ্য থাকলে এমন অনেক কিছুই আপনার কাছে অচেনা নয়। এমনই চেনা ছবি মন ভাল করা গল্পের সঙ্গে বড় পর্দায় আসতে চলেছে। এমনই এক ছোট্ট পোষ্যকে নিয়ে আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে হলিউড ফিল্ম ‘অ্য স্ট্রিট ক্যাট নেমড্‌ বব’। একটি আন্তর্জাতিক ‘বেস্ট সেলার’ উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিটি। ছবিতে এক নিঃসঙ্গ যুবকের জীবন রাতারাতি বদলে যাচ্ছে একটি ‘উড়ে এসে জুড়ে বসা’ বেড়ালের আগমনে। একাকিত্ব এবং দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত যুবক এই বেড়ালের সান্নিধ্যে সহজেই ভুলে যায় নিজের কষ্ট। বব (বেড়াল) হয়ে ওঠে ওই যুবকের সব সময়ের সঙ্গী। একটি বেড়ালের সঙ্গ কী ভাবে এক নিঃসঙ্গ যুবকের দুনিয়াটা আপাদমস্তক পাল্টে দিয়েছে তা নিয়েই এই ছবিটি তৈরি করেছেন ব্রিটিশ পরিচালক রজার স্পটিসউড। ছবির নায়ক বব নিজেই। তবে তার সঙ্গে রয়েছেন ব্রিটিশ অভিনেতা লুক ট্রেডাওয়ে। এ ছাড়াও ছবির নায়িকার ভূমিকায় দেখা যাবে ব্রিটিশ অভিনেত্রী জোয়ান ফ্রোগ্যাট। ছবির নায়িকা সম্প্রতি এই ছবিটি সম্পর্কে বলেছেন, “ছবিটি আমায় একটা ভিন্ন স্বাদের ‘ফিল গুড’ অনুভূতি দিয়েছে।” আসুন দেখে নেওয়া যাক ‘অ্য স্ট্রিট ক্যাট নেমড্‌ বব’ ছবিটির অফিসিয়াল ট্রেলার।

দেখুন ভিডিও:

আরও পড়ুন...
ফিরছে ‘সরকার’, ছবির ভিলেন জ্যাকি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

A Street Cat Named Bob Official Trailer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE