Advertisement
০৭ মে ২০২৪
Entertainment News

জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বাতিলের দাবি, পাকিস্তানে ‘দঙ্গল’য়ের মুক্তিই বাতিল করলেন আমির

ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ছবি থেকে বাদ দিলে তবেই ‘দঙ্গল’কে মুক্তির ছাড়পত্র দেওয়া হবে। পাকিস্তান সেন্সর বোর্ডের এই অনৈতিক দাবির প্রতিবাদে সে দেশে ‘দঙ্গল’য়ের মুক্তিই বাতিল করলেন আমির খান।

‘দঙ্গল’ ছবির একটি দৃশ্যে আমির খান।

‘দঙ্গল’ ছবির একটি দৃশ্যে আমির খান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ১৬:৩১
Share: Save:

ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ছবি থেকে বাদ দিলে তবেই ‘দঙ্গল’কে মুক্তির ছাড়পত্র দেওয়া হবে। পাকিস্তান সেন্সর বোর্ডের এই অনৈতিক দাবির প্রতিবাদে সে দেশে ‘দঙ্গল’য়ের মুক্তিই বাতিল করলেন আমির খান।

পাক সেন্সর বোর্ডের মুখ্য অধিকর্তা মোবাসির হাসান সংবাদমাধ্যমে বলেন, ‘‘এটা বোর্ডের সিদ্ধান্ত। ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত দঙ্গল থেকে বাদ দিতেই হবে।’’ এই ছবির শেষে ভারতের জাতীয় পতাকা দেখানো হয়েছে। অন্য একটি দৃশ্যে গীতা ফোগত সোনার পদক জেতার পর ভারতের জাতীয় সঙ্গীতের ব্যবহার করা রয়েছে।

আরও পড়ুন, বাল্মীকিকে নিয়ে অশালীন মন্তব্যের জেরে রাখির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আমির খানের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমির মনে করেন ‘দঙ্গল’-এর স্পিরিট বোঝানোর জন্য ওই দু’টো দৃশ্য খুব গুরুত্বপূর্ণ।

গত বছর দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতির পর পাকিস্তানে বলিউডি ছবি দেখানে সাময়িক ভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ভারতীয় সিনেমায় পাক শিল্পী ও টেকনিশিয়ানদের কাজ করার ওপর ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা জারি করার পর পাকিস্তানে বলিউডের সিনেমা প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছরের গোড়া থেকে ফের পাকিস্তানে হিন্দি সিনেমার প্রদর্শন শুরু হয়েছে। পাক ডিস্ট্রিবিউটররা ওই দেশে ‘দঙ্গল’ মুক্তির অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু পাক সেন্সর বোর্ডের এই অদ্ভুত দাবির জন্য পাকিস্তানে ‘দঙ্গল’-এর মুক্তি আটকে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE