Advertisement
১৭ জানুয়ারি ২০২৬
Entertainment News

অমিতাভ বচ্চনের ‘জলসা’ যে আসলে গিফট পাওয়া তা কি জানতেন?

পরিচালক আর অভিনেতাদের যুগলবন্দিতে জমে ওঠে সিনেমা। সেটের বাইরে জমে ওঠে তাঁদের সম্পর্ক। আর সেই সুসম্পর্কের জেরেই বলিউড নিয়ে আসে একের পর এক সুপার-ডুপার হিট ছবি। আর অভিনেতাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অনেক সময়েই তাঁদের দামি দামি উপহারও দেন প্রিয় পরিচালকেরা। সে রকমই কিছু উপহার দেখে নেওয়া যাক একনজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ১০:৪৯
Share: Save:
০১ ১০
পরিচালক আর অভিনেতাদের যুগলবন্দিতে জমে ওঠে সিনেমা। সেটের বাইরে জমে ওঠে তাঁদের সম্পর্ক। আর সেই সুসম্পর্কের জেরেই বলিউড নিয়ে আসে একের পর এক সুপার-ডুপার হিট ছবি। আর অভিনেতাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অনেক সময়েই তাঁদের দামি দামি উপহারও দেন প্রিয় পরিচালকেরা। সে রকমই কিছু উপহার দেখে নেওয়া যাক একনজরে।

পরিচালক আর অভিনেতাদের যুগলবন্দিতে জমে ওঠে সিনেমা। সেটের বাইরে জমে ওঠে তাঁদের সম্পর্ক। আর সেই সুসম্পর্কের জেরেই বলিউড নিয়ে আসে একের পর এক সুপার-ডুপার হিট ছবি। আর অভিনেতাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অনেক সময়েই তাঁদের দামি দামি উপহারও দেন প্রিয় পরিচালকেরা। সে রকমই কিছু উপহার দেখে নেওয়া যাক একনজরে।

০২ ১০
অজয় দেবগণের স্টান্টের প্রতি আগ্রহ দেখে পুরোপুরি মজে গিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি। এতটাই মজে গিয়েছিলেন যে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস কার গিফট করে দিয়েছিলেন অজয়কে।

অজয় দেবগণের স্টান্টের প্রতি আগ্রহ দেখে পুরোপুরি মজে গিয়েছিলেন পরিচালক রোহিত শেট্টি। এতটাই মজে গিয়েছিলেন যে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি স্পোর্টস কার গিফট করে দিয়েছিলেন অজয়কে।

০৩ ১০
শুধু অজয় দেবগণ নয়। রণবীর সিংহের জন্মদিনে একটি ৮ লক্ষ টাকা দামের ঘড়ি উপহার দিয়েছিলেন রোহিত শেট্টি। খুব শীঘ্রই রোহিতের পরিচালনায় মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের ‘সিম্বা’।

শুধু অজয় দেবগণ নয়। রণবীর সিংহের জন্মদিনে একটি ৮ লক্ষ টাকা দামের ঘড়ি উপহার দিয়েছিলেন রোহিত শেট্টি। খুব শীঘ্রই রোহিতের পরিচালনায় মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের ‘সিম্বা’।

০৪ ১০
‘জলসা’র কথা প্রায় সকলেরই জানা। বলিউডের শাহেনশার বাড়ি। আর সেই বাড়ি তাঁকে পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন পরিচালক রমেশ সিপ্পি। ‘সত্তে পে সত্তা’ ছবির জন্যই ‘জলসা’ চিরতরে অমিতাভের হয়ে যায়।

‘জলসা’র কথা প্রায় সকলেরই জানা। বলিউডের শাহেনশার বাড়ি। আর সেই বাড়ি তাঁকে পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন পরিচালক রমেশ সিপ্পি। ‘সত্তে পে সত্তা’ ছবির জন্যই ‘জলসা’ চিরতরে অমিতাভের হয়ে যায়।

০৫ ১০
‘পদ্মাবত’-এ জহরব্রত পালনের সময়ে দীপিকার পরনের পোশাকটি কথা প্রায় সকলেরই মনে আছে। প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের সেই পোশাকটি দীপিকাকে উপহারই দিয়ে দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী।

‘পদ্মাবত’-এ জহরব্রত পালনের সময়ে দীপিকার পরনের পোশাকটি কথা প্রায় সকলেরই মনে আছে। প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের সেই পোশাকটি দীপিকাকে উপহারই দিয়ে দিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী।

০৬ ১০
‘একলব্য’ তে অমিতাভ বচ্চনের অভিনয় খুবই পছন্দ হয়েছিল পরিচালক বিধু বিনোদ চোপড়ার। বিধু প্রায় ৩ কোটি টাকা দামের একটা রোলস রয়েস উপহার দিয়েছিলেন অমিতাভকে।

‘একলব্য’ তে অমিতাভ বচ্চনের অভিনয় খুবই পছন্দ হয়েছিল পরিচালক বিধু বিনোদ চোপড়ার। বিধু প্রায় ৩ কোটি টাকা দামের একটা রোলস রয়েস উপহার দিয়েছিলেন অমিতাভকে।

০৭ ১০
‘অগ্নিপথ’-এর রিমেকে ‘চিকনি চামেলি’ গানটির জন্য কোনও পারিশ্রমিক নেননি ক্যাটরিনা কইফ। আর প্রযোজক কর্ণ জোহর ক্যাটরিনাকে একটি ফেরারি উপহার দিয়ে দিয়েছিলেন।

‘অগ্নিপথ’-এর রিমেকে ‘চিকনি চামেলি’ গানটির জন্য কোনও পারিশ্রমিক নেননি ক্যাটরিনা কইফ। আর প্রযোজক কর্ণ জোহর ক্যাটরিনাকে একটি ফেরারি উপহার দিয়ে দিয়েছিলেন।

০৮ ১০
সলমন খানও এক পরিচালকের থেকে রোলস রয়েস উপহার পেয়েছিলেন। তিনি পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। আর সেই রোলস রয়েসের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

সলমন খানও এক পরিচালকের থেকে রোলস রয়েস উপহার পেয়েছিলেন। তিনি পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। আর সেই রোলস রয়েসের মূল্য প্রায় ৩ কোটি টাকা।

০৯ ১০
প্রেম আর তা থেকে বিয়ে। তার আগে কিন্তু রানি মুখোপাধ্যায়ের প্রযোজক আর মেন্টরই ছিলেন আদিত্য চোপড়া। এই আদিত্য চোপড়াই এক বার রানিকে একটা অডি গাড়ি উপহার দিয়েছিলেন। যার মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

প্রেম আর তা থেকে বিয়ে। তার আগে কিন্তু রানি মুখোপাধ্যায়ের প্রযোজক আর মেন্টরই ছিলেন আদিত্য চোপড়া। এই আদিত্য চোপড়াই এক বার রানিকে একটা অডি গাড়ি উপহার দিয়েছিলেন। যার মূল্য প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার কাছাকাছি।

১০ ১০
অক্ষয় কুমারের অভিনয়ে মুগ্ধ হয়ে একটা ঘড়ি উপহার দিয়ে দিয়েছিলেন পরিচালক বিপুল অমৃতলাল শাহ। আর সেই ঘড়ির মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

অক্ষয় কুমারের অভিনয়ে মুগ্ধ হয়ে একটা ঘড়ি উপহার দিয়ে দিয়েছিলেন পরিচালক বিপুল অমৃতলাল শাহ। আর সেই ঘড়ির মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy