Advertisement
১১ মে ২০২৪

হাইকোর্টের নির্দেশ সোমবার, একটি দৃশ্য ছাঁটতে রাজি নির্মাতারা

‘উড়তা পঞ্জাব’ নিয়ে হইচইয়ের জন্য গত কাল কেন্দ্রীয় সেন্সর বোর্ডকে তুলোধোনা করলেও শুক্রবার বোর্ড এবং ছবি নির্মাতা, দু’পক্ষকেই কিছুটা সংযত হওয়ার কথা বলেছে বম্বে হাইকোর্ট।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৯:১৭
Share: Save:

‘উড়তা পঞ্জাব’ নিয়ে হইচইয়ের জন্য গত কাল কেন্দ্রীয় সেন্সর বোর্ডকে তুলোধোনা করলেও শুক্রবার বোর্ড এবং ছবি নির্মাতা, দু’পক্ষকেই কিছুটা সংযত হওয়ার কথা বলেছে বম্বে হাইকোর্ট। এ দিন সেন্সর বোর্ডকে হাইকোর্টের পরামর্শ: এত বেশি সমালোচনাপ্রবণ হবেন না, ফিল্ম ইন্ডাস্ট্রির সৃষ্টিশীল মানুষ যেন নিজের কাজটা অন্তত করতে পারেন। আর ‘উড়তা পঞ্জাব’ নির্মাতাদের কোর্ট বলেছে, ‘আপনারাও একটু নরম হোন। শুধু অশালীন দৃশ্য বা সংলাপ দিয়ে তো ছবি হয় না।’

একই দিনে বিতর্কের কেন্দ্রে থাকা সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি আবার দাবি করেছেন, তিনি ছবির নাম থেকে ‘পঞ্জাব’ বাদ দেওয়ার কথা বলেনইনি। আর তাঁর একার ইচ্ছেয় ‘উড়তা পঞ্জাব’-এ কাটছাঁটের সুপারিশও করা হয়নি। ‘উড়তা পঞ্জাব’-এর নির্মাতারা আপাতত আগামী সোমবারের দিকে তাকিয়ে। গত দু’দিন শুনানির পরে ওই দিন হাইকোর্ট ছবি নিয়ে তাদের নির্দেশ জানাবে।

শুক্রবার বিচারপতি এস সি ধর্মাধিকারী এবং বিচারপতি শালিনী ফাঁসালকর জোশীর বেঞ্চ বলেছে, সেন্সর বোর্ড যে ভাবে প্রতি সংলাপ এবং দৃশ্য থেকে পঞ্জাব সম্পর্কিত যে কোনও উল্লেখের ক্ষেত্রে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে, তাতে ছবির মূল প্রতিপাদ্য হারিয়ে যাবে। কোর্টের সাফ কথা, ‘‘যদি মনে হয় ছবিটা মাদক ব্যবহারে উৎসাহ দিচ্ছে তা হলে গোটা ছবিটাই নিষিদ্ধ করে দিন।’’ এই প্রসঙ্গেই আদালত বলেছে, ‘‘সেন্সর বোর্ড এত সমালোচনামূলক হলে ফিল্ম ইন্ডাস্ট্রির সৃষ্টিশীল মানুষ কী ভাবে কাজ করবেন?’’ বিচারপতি ধর্মাধিকারী বলেছেন, ‘‘মানুষ কী দেখতে চান, সেটা তাঁদের উপরেই আপনাদের (সেন্সর বোর্ড) ছেড়ে দেওয়া উচিত। অশালীন কথা বা দৃশ্য কোনও ছবিকে জনপ্রিয় করে না। আজকের প্রজন্ম এতে প্রভাবিতও হয় না। ছবির বিষয়বস্তু জোরদার হতে হবে।’’ ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সেন্সর বোর্ডের এত হইচইয়ে আখেরে যে ছবি নির্মাতাদেরই সুবিধে হচ্ছে, তা-ও জানিয়েছে আদালত। সেন্সর বোর্ডকে তাই কোর্ট বলেছে, ‘‘নির্মাতাদের অকারণে প্রচার পাওয়ার সুযোগ করে দেবেন না। বিনা খরচে যা প্রচার হয়ে গেল, তাতে নির্মাতারা খুশিই হবেন।’’

‘উড়তা পঞ্জাব’ ছবির যে সব অংশে অশালীন শব্দ ব্যবহার হয়েছে, সেখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে বলে মনে করছে আদালত। যাতে বলা থাকবে, ‘ছবির সঙ্গে জড়িত কোনও চরিত্র বা নির্মাতাদের কেউ অশালীন শব্দ ব্যবহার সমর্থন করেন না বা তাতে উৎসাহ দেন না। শুধু বাস্তব চিত্র তুলে ধরতেই এর ব্যবহার করা হয়েছে।’ তা ছাড়া ছবির একটি দৃশ্যে ভিড়ের সামনে চরিত্রকে দেখা যাচ্ছে মূত্রত্যাগ করতে— সেন্সর বোর্ড আপত্তি তোলে এই দৃশ্য নিয়ে। সে ব্যাপারে কোর্ট বলেছে, এটা বাদ দিতে হবে। যা জানার পরে ছবি নির্মাতা ও প্রযোজকদের আইনজীবী রবি কদম বলেন, ওই দৃশ্য বাদ দিতে এবং বিজ্ঞপ্তি দিতে তাঁদের আপত্তি নেই।

‘উড়তা পঞ্জাব’কে কেন্দ্র করে যিনি বিতর্কের শীর্ষে সেই বোর্ড-প্রধান পহলাজ নিহালনি আজ বলেন, ‘‘সব ছবি দেখে পরীক্ষক কমিটি। আমরা নির্দেশিকা অনুযায়ী সিদ্ধান্ত নিই। যদি পরীক্ষক কমিটি কোনও ছবি পাশ না করে তা হলে আমি সেটা দেখি এবং সিদ্ধান্ত নিই সেটা রিভাইজিং কমিটির কাছে পাঠানো হবে কি না। আমার ভূমিকা এইটুকুই।’’ যে সব ছবি শংসাপত্র পাওয়ার জন্য তাঁর কাছে আসে, তাতে নিজের প্রভাব খাটানোর কোনও রকম চেষ্টা তিনি করেন না বলে দাবি নিহালনির। এ ক্ষেত্রেও ছবির নাম থেকে ‘পঞ্জাব’ বাদ দিতে বলেননি দাবি করে নিহালনির বক্তব্য, ‘‘নাম ঠিকই ছিল। আমরা সেটা সরাতে বলিনি। শুধু যেখানে পঞ্জাব সংক্রান্ত উল্লেখ ছিল, সে গুলোর কথা বলা হয়েছে।’’

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অরুণ জেটলি গত কালই বলেছেন, ফিল্মে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে নিয়মগুলো আরও উদার করা প্রয়োজন এবং আর কিছু দিনের মধ্যে বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করা হবে। তবে ‘উড়তা পঞ্জাব’ বিতর্ক প্রসঙ্গে জেটলি বলেছেন, ‘‘এটা মারাত্মক কিছু হয়েছে বলব না। তা ছাড়া এই ঘটনাটি জানি না কারণ আমি ছবিটি দেখিনি।’’ যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, তা শ্যাম বেনেগাল কমিটির রিপোর্টের ভিত্তিতেই হবে বলে জানিয়েছেন জেটলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

udta punjab court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE