Advertisement
০৩ ফেব্রুয়ারি ২০২৩
australia

প্রাসাদ তৈরি করতে ২১৭ কোটি টাকা দিয়ে এই আস্ত রিসর্টই কিনে ফেললেন ‘থর’

হলিউড অভিনেতা ক্রিস ‘থর’ হেমসওর্থ এবং স্প্যানিশ অভিনেত্রী তথা মডেল এলসা পাতাকি। দু’জনে বিয়ে করেছেন ২০১০ সালে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ১৫:১৯
Share: Save:
০১ ১৩
হলিউড অভিনেতা ক্রিস ‘থর’ হেমসওর্থ এবং স্প্যানিশ অভিনেত্রী তথা মডেল এলসা পাতাকি। দু’জনে বিয়ে করেছেন ২০১০ সালে।

হলিউড অভিনেতা ক্রিস ‘থর’ হেমসওর্থ এবং স্প্যানিশ অভিনেত্রী তথা মডেল এলসা পাতাকি। দু’জনে বিয়ে করেছেন ২০১০ সালে।

০২ ১৩
সম্প্রতি আবার তাঁরা শিরোনামে উঠে এসেছেন। এ বার তাঁদের সম্পর্কজনিত কারণে কিংবা অভিনয় সংক্রান্ত কারণে নয়। বরং একটি বিরাট প্রাসাদ শিরোনামে টেনে এনেছে তাঁদের।

সম্প্রতি আবার তাঁরা শিরোনামে উঠে এসেছেন। এ বার তাঁদের সম্পর্কজনিত কারণে কিংবা অভিনয় সংক্রান্ত কারণে নয়। বরং একটি বিরাট প্রাসাদ শিরোনামে টেনে এনেছে তাঁদের।

০৩ ১৩
জলাশয়ের ধারে সবুজের ঘোরাটোপে একেবারে অন্য রূপের প্রাসাদ বানাচ্ছেন এই দম্পতি। স্পা, জিম, প্যান্ট্রি, ঘরে-বাইরে বিশালাকার খেলার জায়গা থেকে শুরু করে আলাদা আলাদা শোওয়ার ঘর, পোশাক বদলের ঘর-সবই রয়েছে।

জলাশয়ের ধারে সবুজের ঘোরাটোপে একেবারে অন্য রূপের প্রাসাদ বানাচ্ছেন এই দম্পতি। স্পা, জিম, প্যান্ট্রি, ঘরে-বাইরে বিশালাকার খেলার জায়গা থেকে শুরু করে আলাদা আলাদা শোওয়ার ঘর, পোশাক বদলের ঘর-সবই রয়েছে।

০৪ ১৩
এই বাড়িতেই তিন সন্তানকে নিয়ে থাকেন তাঁরা। যা দেখে অনেকেই আবার কটাক্ষ করে একে প্রাসাদ না বলে হোটেল কিংবা শপিং সেন্টার বলেছেন।

এই বাড়িতেই তিন সন্তানকে নিয়ে থাকেন তাঁরা। যা দেখে অনেকেই আবার কটাক্ষ করে একে প্রাসাদ না বলে হোটেল কিংবা শপিং সেন্টার বলেছেন।

০৫ ১৩
তবে সমালোচকদের ব্যঙ্গে কিছু এসে যায় না বলেই জানিয়েছেন তাঁরা। ওই তারকা দম্পতি এই সম্পত্তিটি কেনার পর থেকেই তার মূল্য বাড়তে শুরু করে। রূপ বদলের পরে প্রাসাদটির মূল্য দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ।

তবে সমালোচকদের ব্যঙ্গে কিছু এসে যায় না বলেই জানিয়েছেন তাঁরা। ওই তারকা দম্পতি এই সম্পত্তিটি কেনার পর থেকেই তার মূল্য বাড়তে শুরু করে। রূপ বদলের পরে প্রাসাদটির মূল্য দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ।

০৬ ১৩
২০১৭ সালে ক্রিস এবং এলসা প্রাসাদটি কিনেছিলেন। প্রাসাদটি রয়েছে বাইরন বে-র ব্রোকেন হেড-এ।

২০১৭ সালে ক্রিস এবং এলসা প্রাসাদটি কিনেছিলেন। প্রাসাদটি রয়েছে বাইরন বে-র ব্রোকেন হেড-এ।

০৭ ১৩
অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত সমুদ্র শহর বাইরন বে। এই প্রাসাদটি আসলে একটি রিসর্ট ছিল। সেটাকেই তাঁরা বাড়ির রূপ দেন।

অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত সমুদ্র শহর বাইরন বে। এই প্রাসাদটি আসলে একটি রিসর্ট ছিল। সেটাকেই তাঁরা বাড়ির রূপ দেন।

০৮ ১৩
কেনার সময় এর মূল্য ছিল ২ কোটি ডলার মতো। একে বাড়িতে পরিণত করার পর এর মূল্য দাঁড়ায় ৩ কোটি ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১৭ কোটি টাকা।

কেনার সময় এর মূল্য ছিল ২ কোটি ডলার মতো। একে বাড়িতে পরিণত করার পর এর মূল্য দাঁড়ায় ৩ কোটি ডলারেরও বেশি। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১৭ কোটি টাকা।

০৯ ১৩
আটটি শোওয়ার ঘর রয়েছে এই প্রাসাদে। প্রাসাদের ছাদে ৫০ মিটার লম্বা একটি সুইমিং পুল বানিয়েছেন তাঁরা। যা বানাতে খরচ হয়েছে ৪ লাখ ডলার।

আটটি শোওয়ার ঘর রয়েছে এই প্রাসাদে। প্রাসাদের ছাদে ৫০ মিটার লম্বা একটি সুইমিং পুল বানিয়েছেন তাঁরা। যা বানাতে খরচ হয়েছে ৪ লাখ ডলার।

১০ ১৩
বাড়ির সামনে যে জলাশয় রয়েছে তা বানাতে খরচ পড়েছে ৫ লাখ ডলার।

বাড়ির সামনে যে জলাশয় রয়েছে তা বানাতে খরচ পড়েছে ৫ লাখ ডলার।

১১ ১৩
এ ছাড়া এতে ৫টি শোওয়ার ঘর, হোটেলের মতো ৫টি স্যুইট, স্পা, ঘরে এবং বাইরে আলাদা রান্নার ব্যবস্থা রয়েছে। রয়েছে গাড়ি রাখার ৪টি গ্যারেজও।

এ ছাড়া এতে ৫টি শোওয়ার ঘর, হোটেলের মতো ৫টি স্যুইট, স্পা, ঘরে এবং বাইরে আলাদা রান্নার ব্যবস্থা রয়েছে। রয়েছে গাড়ি রাখার ৪টি গ্যারেজও।

১২ ১৩
এ ছাড়া সিনেমা দেখা, মাসাজ নেওয়া, স্টিম নেওয়া, খেলার  জন্য আলাদা ঘর রয়েছে। এর বিশেষ অকর্ষণ একটি মাটির ঘর।

এ ছাড়া সিনেমা দেখা, মাসাজ নেওয়া, স্টিম নেওয়া, খেলার জন্য আলাদা ঘর রয়েছে। এর বিশেষ অকর্ষণ একটি মাটির ঘর।

১৩ ১৩
তাঁরা এই প্রাসাদের নাম দিয়েছেন 'কুইলোয়া’। এর অর্থ কী তা এখনও খুলে বলেননি ক্রিস এবং এলসা।

তাঁরা এই প্রাসাদের নাম দিয়েছেন 'কুইলোয়া’। এর অর্থ কী তা এখনও খুলে বলেননি ক্রিস এবং এলসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
আরও গ্যালারি

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.