Advertisement
০৭ ডিসেম্বর ২০২৫
Entertainment News

বলি সেলেবদের কয়েকটি বিতর্কিত ফোটো

সেলিব্রিটিদের ‘খোলামেলা’ ছবি মানেই যেন বিতর্কে হাওয়া দেওয়া। ফিল্ম ছাড়াও নানা কারণেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয় বলিউডি তারকাদের। সেই সব ফোটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই শুরু অনেক সময় শুরু হয়েছে বিতর্ক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১২:২৪
Share: Save:
০১ ১২
অভিনেত্রী বীণা মালিককে যেন বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখা যায় না।<br>
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ট্যাটু বাঁ-হাতে এঁকে ম্যাগাজিনের কভারে এসেছিলেন<br>
সম্পূর্ণ নগ্ন বীণা। বিতর্কের জল গড়াতে না গড়াতেই অবশ্য বীণার ইউ-টার্ন—<br>
ওই ছবি নাকি তাঁর নয়। সে ফোটোশুটও করেননি তিনি।

অভিনেত্রী বীণা মালিককে যেন বিতর্ক থেকে দূরে সরিয়ে রাখা যায় না।<br> পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর ট্যাটু বাঁ-হাতে এঁকে ম্যাগাজিনের কভারে এসেছিলেন<br> সম্পূর্ণ নগ্ন বীণা। বিতর্কের জল গড়াতে না গড়াতেই অবশ্য বীণার ইউ-টার্ন—<br> ওই ছবি নাকি তাঁর নয়। সে ফোটোশুটও করেননি তিনি।

০২ ১২
নব্বইয়ের দশকের র‌্যাম্প ছাড়াও বিতর্কের ঝড় তুলেছিলেন সুপারমডেল মিলিন্দ সোমান ও মধু সাপ্রে।<br>
একটি ম্যাগাজিনের কভারে দেখা গিয়েছিল তাঁদের নগ্ন ফোটো। অবশ্য সম্পর্ণ নগ্ন ছিলেন না তাঁরা।<br>
একটি পাইথন জড়িয়েছিল তাঁদের। আর হ্যাঁ! পায়ে ছিল স্নিকার্স।

নব্বইয়ের দশকের র‌্যাম্প ছাড়াও বিতর্কের ঝড় তুলেছিলেন সুপারমডেল মিলিন্দ সোমান ও মধু সাপ্রে।<br> একটি ম্যাগাজিনের কভারে দেখা গিয়েছিল তাঁদের নগ্ন ফোটো। অবশ্য সম্পর্ণ নগ্ন ছিলেন না তাঁরা।<br> একটি পাইথন জড়িয়েছিল তাঁদের। আর হ্যাঁ! পায়ে ছিল স্নিকার্স।

০৩ ১২
বিপাসা বসু আর আমিশা পটেলের ঘনিষ্ঠ ফোটোশুটের ছবি যখন প্রকাশিত হয়েছিল<br>
তখনও কম বিতর্ক হয়নি। নিন্দুকেরা বলেন, একটু বেশিই কাছাকাছি ছিলেন তাঁরা।

বিপাসা বসু আর আমিশা পটেলের ঘনিষ্ঠ ফোটোশুটের ছবি যখন প্রকাশিত হয়েছিল<br> তখনও কম বিতর্ক হয়নি। নিন্দুকেরা বলেন, একটু বেশিই কাছাকাছি ছিলেন তাঁরা।

০৪ ১২
২০১০-এর বিশ্বখ্যাত ‘এল’ ম্যাগাজিনের কভারে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাইয়ের ফোটো।<br>
যদিও পরে ঐশ্বর্যা বুঝতে পারেন, ফোটোশপের মাধ্যমে তাঁর স্কিনটোনের অনেক হাল্কা করে দেখানো হয়েছিল।

২০১০-এর বিশ্বখ্যাত ‘এল’ ম্যাগাজিনের কভারে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাইয়ের ফোটো।<br> যদিও পরে ঐশ্বর্যা বুঝতে পারেন, ফোটোশপের মাধ্যমে তাঁর স্কিনটোনের অনেক হাল্কা করে দেখানো হয়েছিল।

০৫ ১২
একটি ম্যাগাজিনের কভারে টপলেস হয়ে দেখা গিয়েছিল মমতা কুলকার্নিকে। বিতর্ক তো হয়েইছিল,<br>
সেই সঙ্গে অশ্লীলতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মমতাকে। সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানাও।<br>
এ সবই ঘটেছিল ওই ফোটোশুটের সাত বছর পর!

একটি ম্যাগাজিনের কভারে টপলেস হয়ে দেখা গিয়েছিল মমতা কুলকার্নিকে। বিতর্ক তো হয়েইছিল,<br> সেই সঙ্গে অশ্লীলতার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মমতাকে। সঙ্গে ১৫ হাজার টাকা জরিমানাও।<br> এ সবই ঘটেছিল ওই ফোটোশুটের সাত বছর পর!

০৬ ১২
মেয়ে পূজার ভট্টের সঙ্গে লিপলকে মহেশ ভট্ট। ম্যাগাজিনের কভারে এমন ফোটো দেখে<br>
এক সময়  বহু বিশুদ্ধবাদীই নাক কুঁচকেছিলেন। প্রতিবাদ জানিয়েছিল বহু ধর্মীয় প্রতিষ্ঠানও।

মেয়ে পূজার ভট্টের সঙ্গে লিপলকে মহেশ ভট্ট। ম্যাগাজিনের কভারে এমন ফোটো দেখে<br> এক সময় বহু বিশুদ্ধবাদীই নাক কুঁচকেছিলেন। প্রতিবাদ জানিয়েছিল বহু ধর্মীয় প্রতিষ্ঠানও।

০৭ ১২
১৯৭৮-এ বলিউডে ‘বোমা’ ফাটিয়েছিলেন বলিউড ডিভা রেখা। সম্পূর্ণ নগ্ন রেখাকে<br>
দেখা গিয়েছিল ‘মিরর’ ম্যাগাজিনের কভারে। সত্তরের দশকে তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল।

১৯৭৮-এ বলিউডে ‘বোমা’ ফাটিয়েছিলেন বলিউড ডিভা রেখা। সম্পূর্ণ নগ্ন রেখাকে<br> দেখা গিয়েছিল ‘মিরর’ ম্যাগাজিনের কভারে। সত্তরের দশকে তা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল।

০৮ ১২
১৯৬৭-এর বলিউড ফিল্ম ‘অ্যান ইভনিং ইন প্যারিস’-এ বিকিনতে দেখা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর।<br>
পরে সেই টু-পিসেই একটি ম্যাগাজিনের কভারে দেখা যায় তাঁকে।

১৯৬৭-এর বলিউড ফিল্ম ‘অ্যান ইভনিং ইন প্যারিস’-এ বিকিনতে দেখা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর।<br> পরে সেই টু-পিসেই একটি ম্যাগাজিনের কভারে দেখা যায় তাঁকে।

০৯ ১২
বলি-ডিভাদের থেকে বিতর্কে কোনও অংশে কম জড়ায়নি শাহরুখ খান।<br>
১৯৯৮-এ একটি ম্যাগাজিনের কভারে ‘বেবি বাম্প’ নিয়ে হাসি হাসি মুখে<br>
শাহরুখের ছবি নিয়ে কম সমালোচনা হয়নি!

বলি-ডিভাদের থেকে বিতর্কে কোনও অংশে কম জড়ায়নি শাহরুখ খান।<br> ১৯৯৮-এ একটি ম্যাগাজিনের কভারে ‘বেবি বাম্প’ নিয়ে হাসি হাসি মুখে<br> শাহরুখের ছবি নিয়ে কম সমালোচনা হয়নি!

১০ ১২
১৯৮৪-এ একটি ম্যাগজিনের কভারে জিনাত আমন ও জ্যাকি শ্রফের<br>
প্যাশনেট লিপলকের ছবি নিয়েও কম বিতর্ক হয়নি।

১৯৮৪-এ একটি ম্যাগজিনের কভারে জিনাত আমন ও জ্যাকি শ্রফের<br> প্যাশনেট লিপলকের ছবি নিয়েও কম বিতর্ক হয়নি।

১১ ১২
নগ্নতা নিয়ে কোনও রাখঢাক নেই সানি লিওনের।<br>
একটি ম্যাগাজিনের কভারে টপলেস হয়ে দেখা দিয়েছিলেন সানি।

নগ্নতা নিয়ে কোনও রাখঢাক নেই সানি লিওনের।<br> একটি ম্যাগাজিনের কভারে টপলেস হয়ে দেখা দিয়েছিলেন সানি।

১২ ১২
কঙ্গনা রানাউতের ভয়ডরহীন ইমেজ শুধু এখনকার নয়, বহুকালের।<br>
১৯৯৩-তে একটি ম্যাগাজিনের কভারে প্রায় নগ্ন কঙ্গনাকে দেখা যায়।

কঙ্গনা রানাউতের ভয়ডরহীন ইমেজ শুধু এখনকার নয়, বহুকালের।<br> ১৯৯৩-তে একটি ম্যাগাজিনের কভারে প্রায় নগ্ন কঙ্গনাকে দেখা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy