Deepika Padukone and Ranveer Singh disagrees in these fields dgtl
Deepika Padukone
সামনেই বিয়ে, কিন্তু এখনও এই বিষয়গুলিতে তীব্র অমিল দীপিকা-রণবীরের!
এখনও মতান্তর, এখনও অমিল!
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৩:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
সামনেই বিয়ে। আয়োজনও সাড়া। গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। কিন্তু এখনও বেশ কিছু বিষয়ে তাঁদের তীব্র ‘অমিল’ রয়েছে। সেগুলি আদপে কী, বাস্তবে নাকি পর্দায় তা জেনে নেওয়া যাক।
০২০৭
আসলে দু’জনেই বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসাডর। এই ব্র্যান্ডগুলি পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী। যেমন বেড়াতে যাওয়ার ক্ষেত্রে রণবীর বলছেন, ‘মেক মাই ট্রিপ’-এর মাধ্যমে যেতে। আর দীপিকা প্রচার করছেন ‘গো আইবিবো’-র হয়ে।
০৩০৭
রণবীর সিংহ বিজ্ঞাপন করছেন, চায়না বেসড স্মার্টফোন ভিভোর হয়ে, আর দীপিকা কাজ করেছেন ওপ্পোর বিজ্ঞাপনে। এই দু’টি ব্র্যান্ড পরস্পরের মারাত্মক প্রতিদ্বন্দ্বী।
০৪০৭
রণবীর যখন ই-কমার্স সাইট ক্লাব ফ্যাক্টরির হয়ে বিজ্ঞাপন করছেন, তখন দীপিকা বলছেন ফ্লিপকার্ট ব্যবহারের কথা।
০৫০৭
রণবীর বলছেন অ্যাডিডাস ব্যবহার করতে, আর দীপিকা বলছেন নাইকি। দু’টি ব্র্যান্ডের মধ্যে বিশ্ব বাজারে মারাত্মক প্রতিযোগিতা রয়েছে।