এক দিকে শুল্ক-সংঘাত। অন্য দিকে সাড়ে আট মাস পেরিয়েও বাণিজ্যচুক্তি না হওয়া। ভারত-মার্কিন সম্পর্কের টানাপড়েনের মধ্যে ফের নয়াদিল্লিকে বড় ধাক্কা দিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি, আন্তর্জাতিক ক্ষেত্রে চিনা নিয়ন্ত্রণ কমাতে কৌশলগত অংশীদারদের নিয়ে ‘প্যাক্স সিলিকা’ গঠনের কথা ঘোষণা করে আমেরিকা। সেখানে ওয়াশিংটনের ‘বন্ধু’ রাষ্ট্রগুলির তালিকা থেকে বাদ পড়েছে এ দেশের নাম, যা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ‘ব্যর্থতা’ বলে সুর চড়িয়েছে লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেস।
চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্কিন নেতৃত্বে ‘প্যাক্স সিলিকা’ তৈরি হবে বলে জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে মূলত সিলিকন উপত্যকার সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধশালী, নিরাপদ এবং উদ্ভাবনী শক্তি সম্পন্ন হিসাবে গড়ে তুলতে চাইছে ওয়াশিংটন। এর মধ্যে থাকবে বিরল খনিজ, অত্যাধুনিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর বা চিপ এবং কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) পরিকাঠামো। এর মধ্যে প্রথমটির উপর একচেটিয়া কর্তৃত্ব রয়েছে চিনের। আর এআইয়ের ক্ষেত্রে ধূমকেতুর মতো উঠে আসছে বেজিং।