Advertisement
০৩ মে ২০২৪

স্ট্রিপ ক্লাবের চারকাহন

স্ট্রিপ করা মানে একটু একটু করে পোশাক খুলে ফেলা। য়ে ক্লাবে স্ট্রিপটিজ বা অন্য কোনও যৌন উত্তেজক নাচ দেখানো হয়, তাকেই বলে স্ট্রিপ ক্লাব। দিনের বেলা স্ট্রিপ ক্লাবের দরজা খোলে না।

ছবি: গেটি ইমেজেস।

ছবি: গেটি ইমেজেস।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২৭
Share: Save:

কাকে বলে স্ট্রিপ ক্লাব:

স্ট্রিপ করা মানে একটু একটু করে পোশাক খুলে ফেলা। য়ে ক্লাবে স্ট্রিপটিজ বা অন্য কোনও যৌন উত্তেজক নাচ দেখানো হয়, তাকেই বলে স্ট্রিপ ক্লাব। দিনের বেলা স্ট্রিপ ক্লাবের দরজা খোলে না। আর, সব স্ট্রিপ ক্লাবেই মাদক সরবরাহ করা হয়। স্বভাবে তাই নাইট ক্লাব এবং ডান্স বার-এর সঙ্গে স্ট্রিপ ক্লাবের মিল আছে।

স্ট্রিপ ক্লাবের জন্ম:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ফসল এই স্ট্রিপ ক্লাব। যুদ্ধ পরবর্তী দারিদ্র নানা পথে গণিকাবৃত্তির দিকে ঠেলে দেয় সেই সময়ে বিশ্ব জুড়ে অনেক মেয়েকে। সামান্য অর্থ উপার্জনের জন্য সেই সময়ে অনেক মেয়েই এ রকম নাইট ক্লাবে নাচার জন্য নাম লেখায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর আমেরিকায় শুরু হল স্ট্রিপ ক্লাবের রমরমা, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতেই। ১৯৪০ সালে এশিয়ায় উৎসাহীদের জন্য দরজা খুলে দেয় স্ট্রিপ ক্লাব। তার পর আরও দশটা বছর পেরিয়ে ইওরোপে শুরু হয় তার জয়যাত্রা। ২০০৫ সালে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে স্ট্রিপ ক্লাব ছিল আড়াই হাজারেরও বেশি, বর্তমানে স্বাভাবিক ভাবেই সংখ্যাটা বেড়েছে। তার সঙ্গে, মেয়েদের পাশাপাশি স্ট্রিপ ডান্সে সামিল হয়েছে পুরুষেরাও।

স্ট্রিপটিজের ধরন:

এ ধরনের ক্লাবে সাধারণত তিন রকমের স্ট্রিপটিজ দেখা যায়। এক, নাচের শেষে পুরো পোশাক খুলে ফেলে নর্তকী। দুই, নর্তকী শুধুমাত্র তার উর্ধাঙ্গ উন্মুক্ত করে। তিন, নাচের শেষে বিকিনিতে আত্মপ্রকাশ করে নর্তকী।

স্ট্রিপ ক্লাবের অন্দরমহল:

যে কোনও স্ট্রিপ ক্লাবে একটা বড় স্টেজ থাকে। তার চারপাশ ঘিরে থাকে বসার জায়গা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE