প্রতিপক্ষ প্রযোজকের অফিসের লিফটেই নিজের ছবির বিজ্ঞাপন লাগিয়ে দিয়েছেন। পুজো রিলিজ়ের জন্য এ ভাবেই প্রচারের অঙ্ক কষেছেন দেব। এ বারের পুজোয় এসভিএফ-এর তিনটে ছবি মুক্তি পাচ্ছে। অথচ তাঁদের অফিসের লিফটেই কিনা দেবের ‘হইচই আনলিমিটেড’-এর এতগুলো পোস্টার!
কিন্তু দেব এবং এসএভিএফ কি এই মুহূর্তে সত্যিই প্রতিপক্ষ? ইন্ডাস্ট্রির সূত্র বলছে, দু’পক্ষের মধ্যে গাঁটছড়া বাঁধার কথা চলছে। এসএভিএফ দেবের সঙ্গে ছবি করতে আগ্রহী। দেবও বিষয়টি অস্বীকার করছেন না। তবে তাঁর দাবি, ভাল চিত্রনাট্য এবং চরিত্র।
টলিউডের খবর আপনাকে নাকি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে? ‘‘চেকের কথা আমি বলব না। তবে হ্যাঁ, শ্রীকান্তদা (মোহতা), মণিদার (মহেন্দ্র সোনি) সঙ্গে প্রায়ই আমার কথা হয়। ওরা এর মধ্যে বেশ কয়েকটা ছবি আমাকে অফার করেছে। কিন্তু অনেস্টলি বলছি, চিত্রনাট্য পছন্দ না হলে আমি করব না। এমন নয় যে, ভেঙ্কটেশ বা সুরিন্দর ফিল্মসের সঙ্গে ছবি করতে চাইছি না। স্ক্রিপ্ট পছন্দ হলেই করব। টাকাপয়সা নিয়ে ভেঙ্কটেশের সঙ্গে আমার সমস্যা নেই। যাঁরা ভাবছেন আমার সঙ্গে ওদের ঝগড়া, তাঁরা কিন্তু ভুল ভাবছেন।’’