বিতর্কিত মন্তব্য হোক বা খোলামেলা লুক, বরাবরই খবরের শিরোনামে থাকতে ‘সিদ্ধহস্ত’ তিনি। এ বার নিজের নতুন অ্যাপ নিয়ে বিতর্কের কেন্দ্রে পুনম পাণ্ডে।
গত সোমবার ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’ নামে গুগলে নিজের অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। কিন্তু ‘আপত্তিকর বিষয়বস্ত’ থাকার জন্য কিছু ক্ষণ পরেই গুগলের তরফে ব্যান করে দেওয়া হয় সেই অ্যাপ। এই ঘটনার পরেই টুইটারে সোচ্চার হন পুনম। তিনি বলেন, ‘‘গুগল প্লে স্টোরে অনেক অ্যাডাল্ট ম্যাগাজিন রয়েছে। কিন্তু আমি জানি না কেন আমার অ্যাপটাই নিষিদ্ধ করা হল। আমার বহু ফ্যান তো এই অভিযোগও করছে যে, আমি এই অ্যাপে বিশেষ সাহসীও হইনি।’’
আরও পড়ুন: সোনুর পর আজান বিতর্কে এ বার প্রিয়ঙ্কা চোপড়া