বিশিষ্ট কত্থক শিল্পী সীতারা দেবীর ৯৭ তম জন্মবার্ষিকী উদযাপন করল গুগল ডুডল। ১৯২০ সালের ৮ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এই নৃত্যশিল্পী। মাত্র ১৬ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে সম্বোধন করেছিলেন ‘নৃত্য সম্রাজ্ঞী’ নামে।
আরও পড়ুন, বার্থডে স্পেশাল: বাবার জন্মদিনে তাঁকে কী বিশেষ উপহার দিলেন শ্রুতি?
আরও পড়ুন, বার্থডে স্পেশাল: ঊষা উত্থুপের এই গানগুলির কোনটা আপনার প্রিয়?
সীতারা দেবীর পরিবার ছিল বারাণসীর বাসিন্দা। তাঁর বাবা সুখদেব মহারাজও এক জন বিশিষ্ট কত্থক শিল্পী ছিলেন। সীতারা দেবীর মা মতস্য কুমার নেপালের রাজপরিবারের সদস্য।
মাত্র দশ বছর বয়স থেকেই কত্থক শেখা শুরু করেছিলেন সীতারা দেবী। ছোটেবেলা থেকে নাচের প্রতি তাঁর ভালবাসার জেরেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। এর পর মুম্বইতে চলে যান তাঁরা।
ছোটবেলায় সীতারা দেবী। — ফাইল চিত্র।
তাঁর বাবা চেয়েছিলেন সীতারা দেবী নৃত্যে বিশারদ হয়ে উঠুন। তবে সমাজের বহু মানুষ সেই সময় আপত্তিও তুলেছিলেন। যদিও কবিগুরু সুখদেব মহারাজের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছিলেন।
মাত্র ১২ বছর বয়সেই পরিচালক নীরঞ্জন শর্মার চোখে পড়েন সীতারা দেবী। দু’টি হিন্দি ছবিতে কাজও করেছিলেন সীতারা।
বেনারসে নাচের স্কুল রয়েছে তাঁর। এ ছাড়া সারা ভারতে নাচের অনুষ্ঠান করেছেন সীতারা দেবী। বিদেশেও তাঁর নাচ জনপ্রিয় হয়েছিল। তাঁপ বিখ্যাত কয়েকজন ছাত্রীদের মধ্যে মধুবালা, রেখা, মালা সিংহ, কাজলের নাম অন্যতম। ১৯৭৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন সীতারা দেবী।
২০১৪ সালের ২৫ নভেম্বর প্রয়াত হন তিনি।