Advertisement
০৩ মে ২০২৪
Tollywood News

গ্ল্যামারের নীচে হতাশার অন্ধকার! কিছু মৃত্যুর ঘটনা

বড় স্ক্রিনে মুখ। গ্ল্যামার। প্রচুর টাকা। ফিল্মি দুনিয়ায় এ বড় চেনা প্রলোভন। অভিনয়ের স্বপ্ন নিয়ে প্রতিদিন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বহু মানুষ। কেউ অভিনয় করতে চান। কেউ পরিচালক হতে চান। কেউ ক্যামেরা, কেউ শিখতে চান প্রোডাকশনের কাজ। কিন্তু কাজের সুযোগ কতটা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ১৮:৫৩
Share: Save:
০১ ১৪
বড় স্ক্রিনে মুখ। গ্ল্যামার। প্রচুর টাকা। ফিল্মি দুনিয়ায় এ বড় চেনা প্রলোভন। অভিনয়ের স্বপ্ন নিয়ে প্রতিদিন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বহু মানুষ। কেউ অভিনয় করতে চান। কেউ পরিচালক হতে চান। কেউ ক্যামেরা, কেউ শিখতে চান প্রোডাকশনের কাজ। কিন্তু কাজের সুযোগ কতটা? কেউ সুযোগ পান। কেউ হারিয়ে যান। কেউ পরিস্থিতির সঙ্গে কম্প্রোমাইজ করতে না পেরে সরে যান। কেউ বা ‘এক্সট্রা’ হয়েই কাটিয়ে দেন সারা জীবন।

বড় স্ক্রিনে মুখ। গ্ল্যামার। প্রচুর টাকা। ফিল্মি দুনিয়ায় এ বড় চেনা প্রলোভন। অভিনয়ের স্বপ্ন নিয়ে প্রতিদিন ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বহু মানুষ। কেউ অভিনয় করতে চান। কেউ পরিচালক হতে চান। কেউ ক্যামেরা, কেউ শিখতে চান প্রোডাকশনের কাজ। কিন্তু কাজের সুযোগ কতটা? কেউ সুযোগ পান। কেউ হারিয়ে যান। কেউ পরিস্থিতির সঙ্গে কম্প্রোমাইজ করতে না পেরে সরে যান। কেউ বা ‘এক্সট্রা’ হয়েই কাটিয়ে দেন সারা জীবন।

০২ ১৪
অনেকের ঠিক এই সব জায়গা থেকেই শুরু হয় অবসাদ। রঙিন ফানুসের স্বপ্নে ভাঙন ধরে। কেউ টিকে যান অন্য ভাবে। কেউ বা লড়াই ছেড়ে দেন। কেউ কেউ মেনে নিতে পারেন না। বেছে নেন আত্মহত্যার মতো চরম পথও। যেমন করলেন মৌমিতা সাহা। রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরে শুক্রবার রাতে উদ্ধার হয় মৌমিতার ঝুলন্ত দেহ। উদ্ধার হয় সুইসাইড নোট। সেখানে লেখা ‘আমার আর অভিনেত্রী হওয়া হল না’। মৌমিতাই প্রথম নন। গ্ল্যামার দুনিয়ায় এমন মৃত্যু আগেও অনেক ঘটেছে।

অনেকের ঠিক এই সব জায়গা থেকেই শুরু হয় অবসাদ। রঙিন ফানুসের স্বপ্নে ভাঙন ধরে। কেউ টিকে যান অন্য ভাবে। কেউ বা লড়াই ছেড়ে দেন। কেউ কেউ মেনে নিতে পারেন না। বেছে নেন আত্মহত্যার মতো চরম পথও। যেমন করলেন মৌমিতা সাহা। রিজেন্ট পার্ক এলাকার অশোকনগরে শুক্রবার রাতে উদ্ধার হয় মৌমিতার ঝুলন্ত দেহ। উদ্ধার হয় সুইসাইড নোট। সেখানে লেখা ‘আমার আর অভিনেত্রী হওয়া হল না’। মৌমিতাই প্রথম নন। গ্ল্যামার দুনিয়ায় এমন মৃত্যু আগেও অনেক ঘটেছে।

০৩ ১৪
২০১৬-র ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ায় উঠতি অভিনেত্রী বিতস্তা সাহা লিখেছিলেন, ‘আমার যন্ত্রণা তুমি কখনও বুঝবে না’। বেশ কিছু ওয়েব বন্ধু এই কমেন্ট লাইক করেছিলেন। কেউ দুঃখের ইমোজি দিয়েছিলেন। কিন্তু কেউ তাঁর দুঃখ বুঝেছিলেন কী?

২০১৬-র ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ায় উঠতি অভিনেত্রী বিতস্তা সাহা লিখেছিলেন, ‘আমার যন্ত্রণা তুমি কখনও বুঝবে না’। বেশ কিছু ওয়েব বন্ধু এই কমেন্ট লাইক করেছিলেন। কেউ দুঃখের ইমোজি দিয়েছিলেন। কিন্তু কেউ তাঁর দুঃখ বুঝেছিলেন কী?

০৪ ১৪
এর মাস দু’য়েক পরে ২০১৭-র ফেব্রুয়ারিতে বাইপাসের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিতস্তার ঝুলন্ত দেহ।

এর মাস দু’য়েক পরে ২০১৭-র ফেব্রুয়ারিতে বাইপাসের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিতস্তার ঝুলন্ত দেহ।

০৫ ১৪
‘বাঞ্ছা এল ফিরে’, ‘কল্কিযুগ’-এর মতো ছবি তাঁর ঝুলিতে ছিল। তা হলে এত কম বয়সে আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছিলেন? প্রত্যাশা মতো অভিনয়ে সুযোগ না পাওয়ার যন্ত্রণা?

‘বাঞ্ছা এল ফিরে’, ‘কল্কিযুগ’-এর মতো ছবি তাঁর ঝুলিতে ছিল। তা হলে এত কম বয়সে আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছিলেন? প্রত্যাশা মতো অভিনয়ে সুযোগ না পাওয়ার যন্ত্রণা?

০৬ ১৪
২০০৩। ডিপ্রেশনের শিকার হন মিতা দেব রায়। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের ‘দুটি পাতা’ ছবির নায়িকা ছিলেন তিনি। দু’টি ছবি করার পর আর তেমন ভাবে সুযোগ পাননি তিনি। সেই হতাশায় এক সময় রাস্তায় বেরিয়ে পড়েন মিতা। এক দিন রাস্তা থেকেই তাঁকে উদ্ধার করা হয়। রঙিন দুনিয়ার প্রদীপের নীচের অন্ধকারটা অজানাই থেকে যায় অনেকের কাছে। মিতার মতো ঘটনা যেন সেই কঠিন বাস্তবকে সামনে এনে ফেলে।

২০০৩। ডিপ্রেশনের শিকার হন মিতা দেব রায়। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের ‘দুটি পাতা’ ছবির নায়িকা ছিলেন তিনি। দু’টি ছবি করার পর আর তেমন ভাবে সুযোগ পাননি তিনি। সেই হতাশায় এক সময় রাস্তায় বেরিয়ে পড়েন মিতা। এক দিন রাস্তা থেকেই তাঁকে উদ্ধার করা হয়। রঙিন দুনিয়ার প্রদীপের নীচের অন্ধকারটা অজানাই থেকে যায় অনেকের কাছে। মিতার মতো ঘটনা যেন সেই কঠিন বাস্তবকে সামনে এনে ফেলে।

০৭ ১৪
২০১৫-র এপ্রিল। ২৩ বছর বয়সে আত্মঘাতী হন টেলি অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। পর্ণশ্রীর বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে সাফল্য পেয়েছিলেন দিশা। হয়তো আরও সাফল্যের আকাঙ্ক্ষা আর তা না পাওয়ার হতাশায় অবসাদ গ্রাস করেছিল দিশাকে। আর তা থেকেই হয়তো জীবনের লড়াইটা থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

২০১৫-র এপ্রিল। ২৩ বছর বয়সে আত্মঘাতী হন টেলি অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়। পর্ণশ্রীর বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে সাফল্য পেয়েছিলেন দিশা। হয়তো আরও সাফল্যের আকাঙ্ক্ষা আর তা না পাওয়ার হতাশায় অবসাদ গ্রাস করেছিল দিশাকে। আর তা থেকেই হয়তো জীবনের লড়াইটা থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

০৮ ১৪
২০১৭-তেই আত্মঘাতী হন টলিউডের পরিচিত হেয়ারড্রেসার দীপা মল্লিক। রিজেন্ট পার্ক এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। দীপার মৃত্যুর পিছনেও টলি মহলের অনেকে সে সময় তাঁর ডিপ্রেশনকেই দায়ী করেছিলেন।

২০১৭-তেই আত্মঘাতী হন টলিউডের পরিচিত হেয়ারড্রেসার দীপা মল্লিক। রিজেন্ট পার্ক এলাকা থেকে উদ্ধার হয় তাঁর দেহ। দীপার মৃত্যুর পিছনেও টলি মহলের অনেকে সে সময় তাঁর ডিপ্রেশনকেই দায়ী করেছিলেন।

০৯ ১৪
মাত্র ১৯ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু দিব্যা ভারতীর। ১৯৯৩ সালের ৫ এপ্রিল মুম্বইয়ে ছ’তলার নিজের ফ্ল্যাটের জানলা গলে পড়ে গিয়ে মৃত্যু হয় এই বলি অভিনেত্রীর। মৃত্যুর কারণ নিয়ে আজও রহস্য রয়েছে।

মাত্র ১৯ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু দিব্যা ভারতীর। ১৯৯৩ সালের ৫ এপ্রিল মুম্বইয়ে ছ’তলার নিজের ফ্ল্যাটের জানলা গলে পড়ে গিয়ে মৃত্যু হয় এই বলি অভিনেত্রীর। মৃত্যুর কারণ নিয়ে আজও রহস্য রয়েছে।

১০ ১৪
রামগোপাল বর্মার ‘নিঃশব্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন জিয়া খান। ‘গজনি’তে আমির খানের বিপরীতে তাঁর অভিনয় মন কেড়েছিল সমালোচকদের। ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। শোনা যায়, অভিনেতা সূরজ পাঞ্চোলির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ফিল্মি দুনিয়ার প্রেম পরিণতি না পাওয়াতেই কি আত্মঘাতী হয়েছিলেন জিয়া?

রামগোপাল বর্মার ‘নিঃশব্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন জিয়া খান। ‘গজনি’তে আমির খানের বিপরীতে তাঁর অভিনয় মন কেড়েছিল সমালোচকদের। ২০১৩ সালে মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। শোনা যায়, অভিনেতা সূরজ পাঞ্চোলির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ফিল্মি দুনিয়ার প্রেম পরিণতি না পাওয়াতেই কি আত্মঘাতী হয়েছিলেন জিয়া?

১১ ১৪
১৯৯৬ সালে বিষ খেয়ে আত্মহত্যা করেন দক্ষিণের অভিনেত্রী সিল্ক স্মিতা। বয়স তখন ৩৬। শোনা যায়, খ্যাতির চূড়ায় পৌঁছেও নাকি সব সময় অনিশ্চয়তায় ভুগতেন তিনি। সেই ডিপ্রেশনেই কি গোটা সিস্টেমকে থেকে পালাতে চেয়েছিলেন স্মিতা?

১৯৯৬ সালে বিষ খেয়ে আত্মহত্যা করেন দক্ষিণের অভিনেত্রী সিল্ক স্মিতা। বয়স তখন ৩৬। শোনা যায়, খ্যাতির চূড়ায় পৌঁছেও নাকি সব সময় অনিশ্চয়তায় ভুগতেন তিনি। সেই ডিপ্রেশনেই কি গোটা সিস্টেমকে থেকে পালাতে চেয়েছিলেন স্মিতা?

১২ ১৪
অভিনেত্রী জীবন থেকেই রহস্যময়ী পরভিন ববি। মৃত্যুও রহস্যে মোড়া। ২০০৫ সালে তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় স্কিত্জোফ্রেনিয়ায় আক্রান্ত ৫৬ বছরের পরভিনকে। মৃত্যুর কারণ আজও আজানা।

অভিনেত্রী জীবন থেকেই রহস্যময়ী পরভিন ববি। মৃত্যুও রহস্যে মোড়া। ২০০৫ সালে তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় স্কিত্জোফ্রেনিয়ায় আক্রান্ত ৫৬ বছরের পরভিনকে। মৃত্যুর কারণ আজও আজানা।

১৩ ১৪
২০০৪ সালে মুম্বইয়ের ভারসোভায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রাক্তন মিস ইন্ডিয়া নফিসা জোসেফের দেহ। বয়স তখন মাত্র ২৬। তার কিছু দিন পরেই নাকি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। তা হলে ঠিক কোন পরিস্থিতি থেকে ওই পরিণতি হয়েছিল নফিসার?

২০০৪ সালে মুম্বইয়ের ভারসোভায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রাক্তন মিস ইন্ডিয়া নফিসা জোসেফের দেহ। বয়স তখন মাত্র ২৬। তার কিছু দিন পরেই নাকি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। তা হলে ঠিক কোন পরিস্থিতি থেকে ওই পরিণতি হয়েছিল নফিসার?

১৪ ১৪
স্ত্রী গীতা দত্তের সঙ্গে বিচ্ছেদ এবং ছবি ফ্লপ হওয়া— এই দুয়ের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বিখ্যাত পরিচালক গুরু দত্ত। ১৯৬৪ সালে মাত্র ৩৯ বছর বয়সে অতিরিক্ত মদ এবং ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। রূপোলি দুনিয়ার আবসাদ থেকে তিনিও বেরোতে পারেননি।

স্ত্রী গীতা দত্তের সঙ্গে বিচ্ছেদ এবং ছবি ফ্লপ হওয়া— এই দুয়ের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন বিখ্যাত পরিচালক গুরু দত্ত। ১৯৬৪ সালে মাত্র ৩৯ বছর বয়সে অতিরিক্ত মদ এবং ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। রূপোলি দুনিয়ার আবসাদ থেকে তিনিও বেরোতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE