Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ নভেম্বর ২০২১ ই-পেপার

বিনোদন

লাল পেড়ে গরদ আর পাঞ্জাবির হঠাৎ দেখা, নববর্ষ ঘিরে শুরু হল পরমব্রত-মধুমিতার খুনসুটি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৫ এপ্রিল ২০২১ ১৬:৫৭


পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানা। তাই ষোল আনা সাবেকি বাঙালি সাজে সেজে উঠলেন টলিউডের দুই তারকা। পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার। পছন্দের সব খাবার খেতে দু'জনেই এলেন তাঁদের প্রিয় জায়গা ‘চ্যাপ্টার ২’-তে।

লাল পেড়ে সাদা রঙের গরদ শাড়িতে মধুমিতা ধরা দিলেন নতুন রূপে। সঙ্গে মানানসই গয়না। বেশির ভাগ সময়ই আধুনিক পোশাকে দেখা যায় মধুমিতাকে। তবে এই বিশেষ দিনটায় বাঙালি সাজকেই বেছে নিয়েছেন তিনি। পরমব্রতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। রঙিন উত্তরীয় আরও নজরকাড়া করেছে সেই সাজ। উত্তরীয়টি তৈরি করেছেন ডিজাইনার অভিষেক রায়। মধুমিতা এবং পরমব্রত, দু’জনেই সেজে উঠেছেন টলিপাড়ার স্টাইলিস্ট পৌলমী গুপ্তের ভাবনায় ।

পয়লাতেই মুক্তি পেল তাঁদের নতুন ছবি ‘ট্যাংরা ব্লু’জ’। সাজগোজ, উৎসবের আনন্দের পাশাপাশি নিজেদের ছবি নিয়েও উচ্ছ্বসিত তাঁরা। দু’জনের আড্ডাতেও সেই ছাপ স্পষ্ট।

Advertisement

আরও ভিডিয়ো