সে দিন গাছ থেকে একটা আস্ত আপেল পড়েছিল, তাঁর সামনে। আর সেই আপেল গোটা বিশ্বকে চিনিয়েছিল, নিউটন কে? তবে আমাদের নিউটন কিন্তু বিজ্ঞানের লোক নন। ইনি একজন সাধারণ সরকারি কর্মচারী। ১০টা-৫টার অফিস এই নিউটনের রোজনামচা। এই নিউটনের সঙ্গে সকলের দেখা হতে পারে। কেননা ইনি হচ্ছেন ফিল্মি নিউটন। ছত্তীসগঢ়ে ভোটের ডিউটি সেরে নিউটন এ বার পাড়ি দেবেন বার্লিন। দেশ থেকে এক্কেবারে বিদেশ।
ভারতীয় সিনেমার জন্য সময়টা বেশ ভালই যাচ্ছে। যেখানে স্বল্প বাজেটের সিনেমাগুলোই দিন দিন বাজিমাত করছে। পাড়ি দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘নিউটন’ ও একটি খুবই কম বাজেটের সিনেমা। ছবির পরিচালক অমিত ভি মাসুরকর এবং প্রযোজক মণীশ মুন্দ্রা এবং তাঁর দৃশ্যম ফিল্মস। পরিচালক হিসাবে অমিত মাসুরকরের প্রথম ছবি ‘সুলেমানি কিড়া’। সেই ছবিটিও অমিত খুব কম টাকায়, বন্ধুদের সাহায্যে তৈরি করেছিলেন। ছবিতে ছিলেন না কোনও তারকা বা চেনা মুখ। ছিলেন শুধু ভাল অভিনেতারা। ‘নিউটন’-এ অভিনয় করছেন রাজকুমার রাও। এছাড়াও ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, অ়ঞ্জলি পাতিল এবং রঘুবীর যাদবকে। এটি একটি ব্ল্যাক কমেডি। এই ঘরানার ছবি আমাদের দেশে খুব কমই হয়।
আরও পড়ুন: কেন শুক্রবারই মুক্তি পায় বেশির ভাগ সিনেমা?