Advertisement
E-Paper

ভোটের ডিউটি করে মাওবাদীদের কোপে ‘নিউটন’

সে দিন গাছ থেকে একটা আস্ত আপেল পড়েছিল, তাঁর সামনে। আর সেই আপেল গোটা বিশ্বকে চিনিয়েছিল, নিউটন কে? তবে আমাদের নিউটন কিন্তু বিজ্ঞানের লোক নন। ইনি একজন সাধারণ সরকারি কর্মচারী। ১০টা-৫টার অফিস এই নিউটনের রোজনামচা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ১০:৩৪
‘নিউটন’-এ রাজকুমার রাও

‘নিউটন’-এ রাজকুমার রাও

সে দিন গাছ থেকে একটা আস্ত আপেল পড়েছিল, তাঁর সামনে। আর সেই আপেল গোটা বিশ্বকে চিনিয়েছিল, নিউটন কে? তবে আমাদের নিউটন কিন্তু বিজ্ঞানের লোক নন। ইনি একজন সাধারণ সরকারি কর্মচারী। ১০টা-৫টার অফিস এই নিউটনের রোজনামচা। এই নিউটনের সঙ্গে সকলের দেখা হতে পারে। কেননা ইনি হচ্ছেন ফিল্মি নিউটন। ছত্তীসগঢ়ে ভোটের ডিউটি সেরে নিউটন এ বার পাড়ি দেবেন বার্লিন। দেশ থেকে এক্কেবারে বিদেশ।

ভারতীয় সিনেমার জন্য সময়টা বেশ ভালই যাচ্ছে। যেখানে স্বল্প বাজেটের সিনেমাগুলোই দিন দিন বাজিমাত করছে। পাড়ি দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‘নিউটন’ ও একটি খুবই কম বাজেটের সিনেমা। ছবির পরিচালক অমিত ভি মাসুরকর এবং প্রযোজক মণীশ মুন্দ্রা এবং তাঁর দৃশ্যম ফিল্মস। পরিচালক হিসাবে অমিত মাসুরকরের প্রথম ছবি ‘সুলেমানি কিড়া’। সেই ছবিটিও অমিত খুব কম টাকায়, বন্ধুদের সাহায্যে তৈরি করেছিলেন। ছবিতে ছিলেন না কোনও তারকা বা চেনা মুখ। ছিলেন শুধু ভাল অভিনেতারা। ‘নিউটন’-এ অভিনয় করছেন রাজকুমার রাও। এছাড়াও ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, অ়ঞ্জলি পাতিল এবং রঘুবীর যাদবকে। এটি একটি ব্ল্যাক কমেডি। এই ঘরানার ছবি আমাদের দেশে খুব কমই হয়।

আরও পড়ুন: কেন শুক্রবারই মুক্তি পায় বেশির ভাগ সিনেমা?

‘নিউটন’-এর পোস্টার

শুটিং থেকে পোস্ট প্রোডাকশন, ‘নিউটন’-এর সমস্ত কাজই শেষ। আর ছবির কাজ শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে ‘নিউটন’-এর ফেস্টিভ্যাল যাত্রা। সফরের শুরুটাই হচ্ছে একটা নামী চলচ্চিত্র উৎসব দিয়ে। বার্লিন চলচ্চিত্র উৎসব বা বার্লিনেল-এ দেখানো হবে ‘নিউটন’। ছত্তীসগঢ়ের এক প্রত্যন্ত জায়গায় ভোটের ডিউটিতে যায় সরকারি কর্মচারি নিউটন। সেই জায়গায় আধিপত্য মাওবাদীদের। সুষ্ঠভাবে ভোট প্রক্রিয়া চালানোর হাজারো চেষ্টা করে যায় নিউটন। কিন্তু তাতে লাভ বিশেষ হয় না। ‘নিউটন’-কে পড়তে হয় মাওবাদীদের কোপে। বার্লিন চলচ্চিত্র উৎসবে ফোরাম সেগমেন্টে দেখানো হবে ছবিটি। যে বিভাগে ঠাঁই পায় একটু অন্য ধারার সিনেমা। যদিও ‘নিউটন’-কে আমরা দেশে কবে দেখা যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর মধ্যেই প্রযোজক সংস্থা দৃশ্যম ফিল্মস বেশ কিছু স্বকীয় সিনেমা প্রযোজনা করে ফেলেছে। ‘মাসান’, ‘আঁখো দেখি’, ‘ওয়েটিং’, ‘উমরিকা’ এই সব ছবিগুলোই দৃশ্যম ফিল্মস প্রযোজনায় তৈরি। আর প্রত্যেকটা ছবিই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক ভাবে সফল। ফেব্রুয়ারির ৯ থেকে ১৯ তারিখ অবধি চলবে এই চলচ্চিত্র উৎসব। পরিচালক এটিয়নে কোমারের ‘জ্যাঙ্গো’ ছবিটি দিয়ে প্রিমিয়ার হবে এই চলচ্চিত্র উৎসবের।

Rajkummar Rao Newton Berlin Film Festival Berlinale
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy