হট অবতারে সারা। ছবি-ইনস্টাগ্রাম।
সারা আলি খান, ‘গার্ল টু দ্য নেক্সট ডোর’ ইমেজ ছেড়ে তিনি এখন রীতিমতো ‘হট অ্যান্ড হ্যাপেনিং’। দু’দিন আগেই তাঁর ন্যুড বিকিনি লুকে অনুরাগীরা হয়ে গিয়েছিলেন বোল্ড। গতকাল তাঁর ‘স্লো মোশন হেয়ার ফ্লিপ’ ভিডিয়োতে তিনি যেন সাক্ষাৎ মৎস্যকন্যা।
পুলের নীল জল, এরই মধ্যে ন্যুড রঙা বিকিনিতে সারা। গায়ে এসে লাগছে মিঠে রোদ। সব মিলিয়ে ‘পিকচার পারফেক্ট’।
তাঁর ওই স্লো-মো ভিডিয়োতে এসেছে হাজারও লাইক, কমেন্ট। কেউ লিখেছেন, ‘হটনেস ওভারলোডেড’ আবার কেউ বা ফায়ারি ইমোজি দিয়েই বুঝিয়ে দিয়েছে ভিডিয়োর উষ্ণতা।
দেখুন সেই ভিডিয়ো
Start your day with a splash 💦 ☀️ 🌊
আরও পড়ুন- ড্রোন উড়িয়ে শুটিং করায় বিপাকে সৃজিত, হল জরিমানা
‘পারফেক্ট ভেকেশন গোল’ দিতে বোধহয় একমাত্র সারা আলি খানই পারেন। কাজের ফাঁকে যেই একটু সময় পেয়েছেন অমনি বেস্টফ্রেন্ড কাম্য অরোরার সঙ্গে বেরিয়ে পড়েছেন ছুটি কাটাতে।
প্রথমে শোনা গিয়েছিল, ছুটি কাটাতে সারা নাকি উড়ে গিয়েছেন মলদ্বীপ। পরে জানা গিয়েছে মলদ্বীপ নয়, ‘কেদারনাথ’ গার্ল গিয়েছেন কেরলে। আর তাঁর কেরল ট্যুরের একের পর এক ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতোট্রেন্ডিং।
দেখুন সারার কেরল ট্যুরের আরও কিছু ছবি