মাত্র ন’মাস বয়সেই সেলেব তকমা পেয়েছে তৈমুর আলি খান। অন্তত সোশ্যাল মিডিয়ায় ছোটে নবাবের জনপ্রিয়তা তুঙ্গে। কখনও মা করিনা কপূরের সঙ্গে বিমানবন্দরে তাকে ফ্রেমবন্দি করছেন পাপারাত্জিরা। কখনও বা বাবা সইফের সঙ্গে তার বিদেশ ভ্রমণের ছবি ভাইরাল হয়েছে। এ বার তার দেখা পাওয়া গেল পরিবারের অন্য এক সদস্যের সঙ্গে।
আরও পড়ুন, ‘শাড়িওয়ালি ভাবি’ আসছে রোজ রাতে!
সম্প্রতি ওয়েব দুনিয়ায় দিদিমা ববিতার সঙ্গে তৈমুরের ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় দোলনায় বসে রয়েছে সে। পাশে রয়েছেন ববিতা। নাতিকে নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন এক সময়ের বলি অভিনেত্রী।