Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৯ ডিসেম্বর ২০২১ ই-পেপার

যৌন নেশায় ভুগছিলেন এই গায়ক!

সংবাদ সংস্থা
০৬ অগস্ট ২০১৬ ১১:৫৪
কে ইনি? গেস করুন তো।

কে ইনি? গেস করুন তো।

বয়স ৬৭। এই নামজাদা ব্রিটিশ গায়ককে দর্শক মনে রাখবেন তাঁর পারফরম্যান্সের জন্য। কিন্তু এ বার তাঁর নামের সঙ্গে জড়িয়ে গেল বিতর্কও। তিনি ওজি ওজবার্নি।

কেন জানেন? কারণ ওজি নিজেই স্বীকার করেছেন গত কয়েক বছর ধরে যৌনতা ছিল তাঁর নেশা। সে কারণেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন তিনি। নেশামুক্তির জন্য চিকিত্সকের পরামর্শও নাকি নিয়েছিলেন তিনি। তবে ইনটেন্স থেরাপির পর এখন তিনি সুস্থ।

আরও পড়ুন, রেগে গিয়ে এটা কী করলেন ক্যাটরিনা!

Advertisement

ওজির কথায়, ‘‘গত ছ’বছর ধরে সেক্স ছিল আমার একমাত্র নেশা। তবে সব খারাপের শেষেই একটা ভাল থাকে। থেরাপির সাহায্যে এখন আমি সুস্থ। সে সময় যে সব মহিলাদের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল তাঁদের কাছে আজ আমি ক্ষমা চাইছি। আমার ব্যবহারের জন্য আমার পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। আর ভগবানকে ধন্যবাদ। কারণ আমার স্ত্রী শারণ ওজবার্নি সব সময় আমার পাশে ছিল। আজও শারণ আমাকে ভালবাসে।’’

ওজি ওজবার্নি।— ফাইল চিত্র।আরও পড়ুন

Advertisement