Advertisement
E-Paper

সঙ্গীতের পাঠশালা

পণ্ডিত বিক্রম ঘোষ এ বার গড়ছেন পাড়ায় পাড়ায় প্রশিক্ষণ কেন্দ্র। লিখছেন সংযুক্তা বসু।শাস্ত্রে বলে গীত-বাদ্য-নৃত্য এই তিন মিলে সঙ্গীত। কথা না ফুটতে ফুটতে বাঙালির ছেলেমেয়েরা গানের স্কুল, নাচের স্কুলে ভর্তি হয়। তার ওপর আছে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির চাপ। তারই জন্য রিয়েলিটি শো-র ইঁদুর দৌড়। গানেরই হোক বা নাচের।

শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০০:০০
বিক্রম ঘোষ।

বিক্রম ঘোষ।

শাস্ত্রে বলে গীত-বাদ্য-নৃত্য এই তিন মিলে সঙ্গীত। কথা না ফুটতে ফুটতে বাঙালির ছেলেমেয়েরা গানের স্কুল, নাচের স্কুলে ভর্তি হয়। তার ওপর আছে এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির চাপ। তারই জন্য রিয়েলিটি শো-র ইঁদুর দৌড়। গানেরই হোক বা নাচের।

এই রকম এক সঙ্গীত-ব্যস্ত পরিবেশে এক ছাদের তলায় তিন থেকে তিয়াত্তর, সব বয়সের শিক্ষার্থীর সঙ্গীত শেখার আয়োজন করতে চলেছে এ বার বিক্রম ঘোষ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস। সংক্ষেপে বিজিএপিএ। এমনটাই দাবি করছেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ তালবাদ্য শিল্পী বিক্রম ঘোষ। বিক্রমের বাবা বিশিষ্ট তবলাশিল্পী শঙ্কর ঘোষও থাকছেন প্রতিষ্ঠানের উপদেষ্টার আসনে। থাকবেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী কুমার মুখোপাধ্যায়ও শিক্ষকের ভূমিকায়।

১ জুলাই থেকে সাদার্ন অ্যাভিনিউ, গোলপার্ক, নাগেরবাজারে এই প্রতিষ্ঠানের তিনটি শাখায় শুরু হবে সঙ্গীতের তালিম। যেখানে শুধু কচিকাঁচা বা তরুণ প্রজন্মই নয়, ইচ্ছে করলে নানা বয়সী নারীপুরুষ এসে গানবাজানার পাঠশালায় যোগ দিতে পারেন।

তা বিক্রমের হঠাত্‌ এত বিরাট করে গানবাজনার স্কুল খোলার ইচ্ছে হল কেন? তিনি বলছেন,“নানা দিক ভেবে মনে হয় বাঙালির কাছে নাচ ও গানের গুরুত্ব যথেষ্ট। তাই নৃত্য-গীত-বাদ্য মিলিয়ে শিক্ষা দেওয়া হবে এই প্রতিষ্ঠানে। গানে যেমন থাকবে রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গসঙ্গীত তেমনি নাচের আঙ্গিকে থাকবে ওড়িশি, ভরতনাট্যম, কত্থক আর আধুনিক। থাকবে পাশ্চাত্য সঙ্গীত শেখারও ব্যবস্থা।

জয়া শীল।

“তিনটে জায়গায় আপাতত শুরু হচ্ছে। এর পর হাতিবাগান থেকে পার্ক সার্কাস, বিটি রোড, বরাহনগর, দক্ষিণেশ্বর সর্বত্রই চালুু হবে আমাদের প্রতিষ্ঠান। মূল শাখা গড়ে তুলব বাইপাসের ওপর রাজডাঙায়। জমি কেনা হয়ে গিয়েছে,” বলছেন বিক্রম।

তাঁর মতে “শহরের বিভিন্ন প্রান্তের মানুষজন ইচ্ছে থাকলেও নাচ-গান-বাজনার সেরা প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করাতে টালা থেকে টালিগঞ্জ ছুটে সময় খরচ করেন। তাই এক কথায় বলতে গেলে পাড়ায় পাড়ায় গড়ে উঠবে আমাদের পারফর্মিং আর্টের সামগ্রিক শিক্ষার স্কুল,” বলছেন বিক্রম।

কারা এই তিন প্রতিষ্ঠানে তালিম দেবেন? জানা গেল সঙ্গীত-নৃত্য-বাদ্য বিভাগের বিশিষ্ট শিল্পীদের প্রতিষ্ঠানে তালিম দিতে তো ডাকা হবেই, সেই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণের জন্য থাকবেন বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট গুরুরা।

সেতার, সরোদ, পশ্চিমী সঙ্গীত, পিয়ানো, গিটার, তবলা এবং অন্য সব প্রাচীন ও আধুনিক তালবাদ্য শেখানো হবে। যাঁরা গানবাজনা শিখে পেশাদার জগতে প্রবেশ করতে চান তাঁদের জন্য থাকবে গভীর সুচিন্তিত পাঠ্যক্রম। “আর যাঁরা সহজ ভাবে জীবনের কিছুটা সময় সঙ্গীতের ভেতর থাকতে চান, অর্থাত্‌ কিনা সুরে-লয়ে থাকতে চান, তাঁদের অপেক্ষাকৃত সরল তালিমের ব্যবস্থাপনা হচ্ছে,” বলছেন বিক্রম।

নাচের দিকটা পুরোটাই সামলাবেন বিক্রমের স্ত্রী জয়া শীল ঘোষ। কী ভাবে চলবে প্রশিক্ষণ? জয়া বলছেন, “আমরা শুধু বিভিন্ন ধরনের নাচ শেখাব তাই নয়, থাকবে থিয়োরিটিকাল ক্লাসও। যাঁরা মঞ্চে অনুষ্ঠান করার জন্য তৈরি হতে চাইবেন তাঁদের সেই ভাবেই প্রথম থেকে শিক্ষা দেওয়া হবে। প্রতি বছরই তাঁদের নিয়ে গানবাজনানাচের অনুষ্ঠান করব আমরা।” জয়া এও জানালেন, যাঁরা বেশি বয়সে নাচের প্রশিক্ষণ নিতে উত্‌সাহী হয়ে আসবেন তাঁদের যাতে কোনও কুণ্ঠা না থাকে সেই জন্য আলাদা করে সিনিয়র ক্লাসও থাকবে। ইতিমধ্যে বিক্রম কলকাতার বিভিন্ন জায়গায় জমি দেখে বাড়ি তৈরির পরিকল্পনাও শুরু করেছেন।

ভর্তির ক্ষেত্রে বাচ্চাদের বয়স ন্যূনতম তিন থেকে পাঁচ বছর। বর্ষীয়ানদের বয়ঃসীমা নেই। থাকতে হবে শুধু নাচগানবাদ্যের প্রতি গভীর অনুরাগ। এত বড় উদ্যোগ নেওয়ার পেছনে কি রয়েছে সঙ্গীতশিক্ষা থেকে শুধুই ব্যবসায়িক লাভের মুখ দেখা বা ছাত্রছাত্রী-শিষ্যশিষ্যা বাড়াবার মনোভাব? “না,” হেসে বললেন বিক্রম, “আমি এই রাজ্যের মানুষের কাছে অনেক ভালবাসা আর সম্মান পেয়েছি। তাই রসিক সমাজকে আমার কিছু উপহার দেওয়া উচিত। এই প্রতিষ্ঠানে আমি শুধু অধ্যক্ষই নই। থাকব নিয়মিত শিক্ষকতার কাজেও। তবে আমার এই স্বপ্ন পূরণে সঙ্গী হিসেবে পাশে রয়েছেন সঞ্জয় ভালোটিয়া। তাঁর আন্তরিক সহযোগিতায় এত বড় পদক্ষেপ নিতে পারার সাহস পেয়েছি ।”

bikram ghosh cultural training centre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy