ডায়াবিটিস মূলত দুই প্রকারের, টাইপ-১ ও টাইপ-২। টাইপ-১ ডায়াবিটিসে অগ্ন্যাশয় থেকে কম পরিমাণ ইনসুলিন উৎপন্ন হয়। ফলে নিয়ন্ত্রণে থাকে না রক্তে শর্করার পরিমাণ। আর টাইপ-২ ডায়াবিটিসে দেহে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না অথবা শরীর ইনসুলিন সঠিক ভাবে কাজে লাগাতে পারে না। কিন্তু এই রোগ আসে নিঃশব্দ ঘাতকের মতো। বিশেষজ্ঞরা বলছেন, সময় থাকতে রোগ ধরা পড়লে অনেক সহজ হয় ডায়াবিটিস নিয়ন্ত্রণ। অনেক সময় বিশেষ ধরনের কিছু ব্যথা চিনিয়ে দিতে পারে এই রোগ।