Advertisement
০৪ অক্টোবর ২০২৩

কী ভাবে বাড়িতে অশান্তি ডেকে কারণ হতে পারে মাকড়সার জাল

বাস্তুশাস্ত্র নিয়ে অনেক আলোচনা আমরা আগেও করেছি। বাস্তু নিয়মে বাড়িঘর তৈরি করার কথাও বলা হয়েছে। কিন্তু কখনও দেখা যায়, নিয়ম মেনে বাড়িঘর করার পরও বাড়িতে নানা সমস্যা থেকেই যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০১:০১
Share: Save:

বাস্তুশাস্ত্র নিয়ে অনেক আলোচনা আমরা আগেও করেছি। বাস্তু নিয়মে বাড়িঘর তৈরি করার কথাও বলা হয়েছে। কিন্তু কখনও দেখা যায়, নিয়ম মেনে বাড়িঘর করার পরও বাড়িতে নানা সমস্যা থেকেই যায়। রোগভোগ, দাম্পত্য কলহ, কাজ নিয়ে সমস্যা, প্রভৃতি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়তে হয়।

এই রকম সময়ে মনে হতেই পারে, সব কিছু মেনে চলার পরেও কেন সমস্যা মিটছে না? অশান্তি কেন পিছু ছাড়ছে না। বাস্তুর সাহায্য নেওয়া সত্বেও কেন জীবন এত অসহায় হয়ে উঠছে।

এর প্রধান কারণ– আমরা দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই এমন কিছু বাস্তুদোষ ঘটিয়ে ফেলি, যার ফলে জীবনে সমস্যা অনেক বেড়ে যায়। দেখে নেওয়া যাক বাস্তু মানা সত্ত্বেও কেন এত অশান্তি ভোগ করতে হয়।

১) প্রথমত, বাড়িতে কখনও মাকড়সার জাল হতে দেওয়া যাবে না। মাকড়সার জাল যত বেশি হবে, তত বেশি বাড়িতে রাহুর প্রকোপ বাড়বে। রাহুর দৃষ্টি থেকে কিছুটা হলেও মুক্তি পেতে হলে বাড়িতে মাকড়সার জাল হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলতে হবে। এতে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

আরও পড়ুন : এই একাদশী পালনে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়

২) দ্বিতীয়ত, বাড়িতে একই ঠাকুরের মূর্তি কখনও দুটো রাখা যাবে না। যেমন শিব ঠাকুরের মূর্তিও রয়েছে, আবার ফটোও রেখেছেন, এরকম করা যাবে না। বিশেষ করে মুখোমুখি তো একদমই নয়। এতে বাড়িতে প্রচুর পরিমাণে অশুভ শক্তি বাসা বাঁধে।

৩) তৃতীয়ত, ঘরের মাঝখানে যদি কোনও বিম থাকে, তা হলে তার নীচে কখনও শোওয়ার ব্যবস্থা করতে নেই। এতেও বাড়ির সদস্যদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE