মাসের প্রথম দিকে আর্থিক ব্যাপারে কোনও চাপের জন্য সঞ্চয়ে বাধা। এই সময়টা জমি কেনাবেচার জন্য খুব ভাল। ব্যবসার দিকে কোনও বাধা আসতে পারে মাসের প্রথম দিকে। বাড়ির কোনও সমস্যার জন্য চাপ বৃদ্ধি। প্রেমের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন। এই মাসে সমাজের কাজের জন্য সম্মান বাড়তে পারে। অপরের কাজে সাহায্য করতে পারবেন। শত্রুর কারণে কোনও ভয় বৃদ্ধি পাবে। আর্থিক ব্যাপারে কোনও সাহায্য মিলতে পারে। কোনও কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে। ব্যবসার দিক দিয়ে কোনও নতুন পরিকল্পনা। ভ্রমণ সংক্রান্ত কোনও খরচ বৃদ্ধি। এই সময় কোনও ভাল কাজের জন্য মনে শান্তি পাবেন। বেকারদের কোনও কাজের সুযোগ মিলতে পারে। সম্পত্তি নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে। ব্যবসা স্থান ভাল।
রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই ব্যক্তিরা সচরাচর কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক ধরনের হয়ে থাকে। বিলাসি অথচ আদর্শবাদী। আত্মকেন্দ্রিক অথচ স্পর্শকাতর। দিনের চেয়ে রাত বেশি প্রিয়। ঠান্ডা জিনিস এদের প্রিয়। ভ্রমণ বিলাসী ও বাবা মায়ের ভক্ত হয়। দোষের মধ্যে একটু খুঁতখুঁতে চঞ্চল ও ভীতু, সব বিষয়ে হুড়োহুড়ি করা ও চঞ্চল প্রকৃতির হয়। ব্যবসা বুদ্ধি জন্মগত, তাই চাকরির চেয়ে ব্যবসাতেই জাতক বেশি উন্নতি করে। বিশেষ করে সাদা ও তরল দ্রব্যের, জলজ দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসা করলে খুব লাভবান হতে পারে। স্বাস্থ্য খুব একটা মজবুত হয় না। বায়ুর প্রকোপ খুব বেশি। হৃদরোগ, পেটের রোগ, মাথার রোগ, যক্ষ্মা, হাঁপানি হওয়ার প্রবণতা থাকে। এরা সব সময় ছিমছাম ও বেহিসেবি হয়ে থাকে।
—শ্রী জয়দেব