Advertisement
২৯ মার্চ ২০২৩

১৪২৬ সনের চৈত্র নবরাত্রির নির্ঘণ্ট ও দ্বিতীয় রূপের আরাধনা

দুর্গাপূজাই বাসন্তীপূজা নামে পরিচিত। এই সময়েই চৈত্রনবরাত্রি পালন করা হয়। এই শুক্লপক্ষের দ্বিতীয় দিনে দেবীর দ্বিতীয় রূপের আরাধনা করা হয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ০০:০৫
Share: Save:

দুর্গা, অর্থাৎ যিনি দুর্ভোগ বা সঙ্কট থেকে রক্ষা করেন, তিনি দেবী দুর্গা। যে দেবীকে সহজে পাওয়া যায় না এই অর্থে- দুর্গা। দুর্গ নামক দৈত্যকে দমন করে ইনি দুর্গা নাম প্রাপ্ত হন। চৈত্র মাসের শুক্লপক্ষের দুর্গাপূজাই বাসন্তীপূজা নামে পরিচিত। এই সময়েই চৈত্রনবরাত্রি পালন করা হয়। এই শুক্লপক্ষের দ্বিতীয় দিনে দেবীর দ্বিতীয় রূপের আরাধনা করা হয়।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক নবরাত্রি নির্ঘণ্ট—

এ বছর ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে এই চৈত্র নবরাত্রি। যার সমাপ্তি হবে আগামী ৩ এপ্রিল।

জেনে নেওয়া যাক নবদূর্গার দ্বিতীয় রূপ সম্পর্কে—

Advertisement

২৬ মার্চ (১২ চৈত্র ১৪২৬) বৃহস্পতিবার— দ্বিতীয় দিনে দেবীর দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণীর পূজা করা হবে। ব্রহ্মচারিণী অর্থে যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন, ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান। মা ব্রহ্মচারিণী মনোসংযোগ বৃদ্ধি করেন। তাঁর ডান হাতে থাকে রুদ্রাক্ষের জপমালা। বাঁ হাতে তিনি ধরে আছেন কমন্ডুলু।

আরও পড়ুন: ১৪২৬ সনের চৈত্র নবরাত্রির নির্ঘণ্ট ও আরাধনা মন্ত্র

জেনে নিন ব্রহ্মচারিণীর আরাধনার ফল কী?

ফল: তিনি ভক্তদের সুখ, স্বস্তি, শান্তি দান করেন।

ব্রহ্মচারিণীর ধ্যানের মন্ত্র—

বন্দে বাঞ্জিতলাভায় চন্দ্রার্ধকৃতশেখরাম্।

জপমালাকমন্ডলুধরাং ব্রহ্মচারিণীং শুভাম্।

গৌরবর্ণাং স্বাধিষ্ঠনস্থিতাং দ্বিতীয়দুর্গাং ত্রিনেত্রাম্।

ধবলবর্ণাং ব্রহ্মরূপাং পুস্পালঙ্কারভূষিতাম্।

পদ্মবদনাং পল্লবাধরাং কান্তঙ্কপোলাং পীনপয়োধরাম্।

কমণীয়াং লাবণ্যাং স্মেরমুখীং নিম্ননাভিং নিতম্বনীম।।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.