Advertisement
২৭ এপ্রিল ২০২৪
saraswati puja

Saraswati Puja 2022: ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, জেনে নিন নির্ঘণ্ট

বৈদিক যুগে অবশ্য দেবীর চার বাহুর উল্লেখ পাওয়া যায়। হস্তে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৪
Share: Save:

‘ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তা হারে।

বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।’

বিদ্যা, জ্ঞান, সঙ্গীতের দেবী সরস্বতী। শ্বেত পদ্মে উপবেশিত এক হস্তে পুস্তক, অন্য হস্তে বীণা। হাতে বীণা থাকার কারণে দেবী বীণাপাণি।

বৈদিক যুগে অবশ্য দেবীর চার বাহুর উল্লেখ পাওয়া যায়। হস্তে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। পুস্তক বিদ্যা, জপমালা জ্ঞান, জলের পাত্র সৃষ্টি এবং বীণা সঙ্গীতের প্রতীক। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবীর, আমের মুকুল, যবের শীষ, দোয়াত কলম সহযোগে দেবী সরস্বতীর পূজার রীতি।

আগামী ৫ ফেব্রুয়ারি, ২২ মাঘ শনিবার সরস্বতী পূজা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

পঞ্চমী তিথি আরম্ভ–

ইংরেজি– ৫ ফেব্রুয়ারি, শনিবার।

বাংলা– ২২ মাঘ, শনিবার।

সময়– রাত ৩টে ৪৮ মিনিট।

পঞ্চমী তিথি শেষ–

ইংরেজি– ৬ ফেব্রুয়ারি, রবিবার।

বাংলা– ২৩ মাঘ, রবিবার।

সময়– রাত ৪টে ৩৮ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পঞ্চমী তিথি আরম্ভ-

ইংরেজি– ৫ ফেব্রুয়ারি, শনিবার।

বাংলা– ২২ মাঘ, শনিবার।

সময়– সকাল ৭টা ০৬ মিনিট ১০ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ–

ইংরেজি– ৬ ফেব্রুয়ারি, রবিবার।

বাংলা– ২৩ মাঘ, রবিবার।

সময়– সকাল ৭টা ০৮ মিনিট ০৪ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saraswati puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE