Advertisement
১১ মে ২০২৪
Bipodtarini Puja

বিপদ থেকে মুক্ত হতে বিপত্তারিণী পুজোর দিন করুন বিশেষ কিছু টোটকা

সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করেন মহিলারা। মনে করা হয় এই ব্রত করলে সব ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ০৭:২৩
Share: Save:

২ জুলাই ২০২২ শনিবার এবং ৫ জুলাই মঙ্গলবার পালিত হবে বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। দেবী দুর্গার ১০৮ অবতারের এক দেবী মা বিপত্তারিণী। সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত করেন মহিলারা। মনে করা হয় এই ব্রত করলে সব ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম বা টোটকা রয়েছে। যদি সঠিক নিয়ম অনুসারে টোটকাগুলো পালন করা যায় তা হলে খুবই উপকার পাওয়া যায়।

টোটকা—

১) বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে।

২) যতটা সম্ভব লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করুন।

৩) পুজো চলাকালীন ভুলেও কারও সঙ্গে কথা বলতে নেই। এতে মা অত্যন্ত রুষ্ট হন।

৪) এই দিন বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না।

৫) বিশেষ করে নজর রাখতে হবে যেন পুজোর নিয়মে কোনও ভুল না হয়। তা হলে সংসারে আর্থিক সঙ্কট থেকে শুরু করে যে কোনও সঙ্কট দেখা দিতে পারে।

৬) এই দিন ভুলেও মহিলাদের অপমান করতে নেই বা কোনও খারাপ কথা বলতে নেই।

৭) এই দিন দেবীর পুজো সামগ্রী সব কিছুই ১৩টা করে অর্পণ করতে হয় এবং পুজো শেষে ১৩টা লুচি ও ১৩টা ফল আহার করতে হয়।

৮) পুজো শেষে মায়ের চরণে রাখা ১৩টা দুর্বা ও গিঁট দেওয়া ১৩টা ডুরি (লাল সুতো) মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়। এই ডুরি সারা বছর বিপদের হাত থেকে রক্ষা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bipodtarini Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE