Advertisement
৩০ এপ্রিল ২০২৪

বাড়ি থেকে কোন কোন গাছ কেটে ফেললে লাগতে পারে মহাদোষ

আমরা এক এক সময় এমন কিছু কাজ করে ফেলি, যার ফলে আমাদের জীবনে নেমে আসে চরম দুর্দশা। তবে এটাও ঠিক যে, এর বেশির ভাগ কাজ আমরা আজান্তেই করে থাকি। জ্যোতিষীদের মতে, সে সব ভুল কাজের ফলে জীবনে লাগতে পারে মহাদোষ।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০০:০৫
Share: Save:

আমরা এক এক সময় এমন কিছু কাজ করে ফেলি, যার ফলে আমাদের জীবনে নেমে আসে চরম দুর্দশা। তবে এটাও ঠিক যে, এর বেশির ভাগ কাজ আমরা আজান্তেই করে থাকি। জ্যোতিষীদের মতে, সে সব ভুল কাজের ফলে জীবনে লাগতে পারে মহাদোষ। সে রকম একটি কাজ হল, না বুঝে বাড়ি থেকে গাছ কেটে ফেলা। বাড়িতে এমন কয়েকটি গাছ রয়েছে, যা কেটে ফেললে গৃহস্থের অমঙ্গল হতে পারে। কোনও কোনও বাড়িতে দেখা যায়, নিজেদের অসুবিধার জন্য গাছ কেটে ফেলর খারাপ প্রভাব এসে পড়ে বাড়ির বাসিন্দাদের উপর। তবে গাছ কাটার ফলে যে খারাপ প্রভাব বা মহাদোষ লাগে, তা কাটাতে কিছু প্রতিকারও রয়েছে।

কোন কোন গাছ বাড়ি থেকে কেটে ফেলতে নেই—

• নারকেল: মনে করা হয়, নারকেল গাছ জাতিতে ব্রাহ্মণ। তাই বাড়ি থেকে যদি এই গাছ কাটা হয়, তা হলে বাড়িতে ভয়ঙ্কর রোগ হানা দিতে পারে। সংসারে নানা অমঙ্গল ঘটতে শুরু করে। তাই যদি নারকেল গাছ কাটতেই হয়, তবে বিধি অনুসারে শাস্ত্রের নিয়ম মেনে তবেই কাটতে হবে।

আরও পড়ুন: এই একটি ফুলের মাধ্যমে অর্থ ভাগ্য উঠবে তুঙ্গে

• বেলগাছ: বেলগাছকে স্বয়ং শিবের প্রতিকৃতি বলে মনে করেন সাধু সন্ন্যাসীরা। বাড়ি থেকে বেলগাছ কাটার অর্থ হল জীবনে বিপর্যয় ডেকে আনা।

• নিমগাছ: নিমগাছ নারায়ণের অপর এক রূপ। বাড়ি থেকে বড় নিমগাছ কেটে ফেললে গৃহস্বামী ও সন্তানের উপর বিশেষ প্রভাব পড়ে।

• বট ও অশ্বত্থ: মনে করা হয় এই গাছে ঈশ্বরের বাস। তাই এই গাছ বাড়ি থেকে যদি কেটে ফেলা হয়, তা হলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এবং বহু বিপদে পড়তে হয়।

প্রতিকার

যদি বিশেষ কারণে এই সব গাছ কেটে ফেলতেই হয়, তা হলে অন্য কোনও জায়গায় এই গাছ ফের বসাতে হবে। এ ছাড়া বিশেষ তিথিতে এই সব গাছে গঙ্গাজল ঢেলে ধূপ ধুনো সহকারে পুজো করলে অনেকটা দোষ মুক্ত হওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE