আয় খারাপ হবে না। ব্যয় কিছু বেশি হবে। আর্থিক চাপ থাকবে। বছরের মাঝামাঝি সময়ে কিছু ঋণ করতে হতে পারে। তবে ওই ঋণ সহজেই পরিশোধ করা যাবে। শরীর ভাল না-ও থাকতে পারে। সুগার, প্রেসার ও পেটের রোগের আশঙ্কা রয়েছে। কোন অকাল মৃত্যু যোগ নেই। ভাইবোনের সঙ্গে মতবিরোধের যোগ প্রবল। তবে বিচ্ছেদ হবে না। ভাইবোনের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। বন্ধুদের সাহায্য পাওয়া যাবে অনেক কম। নিজের এবং ছেলেমেয়েদের লেখাপড়া ও পরীক্ষার ফল আশানুরূপ হবে। একটি সন্তানের বিয়ের ব্যাপারে মানসিক চিন্তা, উদ্বেগ অনেক বাড়বে। ছেলেমেয়েদের আচরণ ভাল থাকবে। বাবা-মায়ের স্বাস্থ্য ভাল থাকবে না। বিশেষত মায়ের জীবনহানি ঘটতে পারে। বাবা-মায়ের সঙ্গে মতানৈক্য ও সামান্য মনোমালিন্যের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে। তবে বিচ্ছেদের কোনও সম্ভাবনা নেই। স্ত্রীর ভাগ্যে এ বছর ধনসম্পদ লাভ অসম্ভব নয়। সপত্নীক বিদেশে যাওয়ার যোগ রয়েছে। শত্রু থাকবে। বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। গুপ্ত শত্রু সম্বন্ধে সাবধান থাকা উচিত। ধর্মভাব অশুভ নয়। ধর্মাচরণে মতি থাকবে। হতাশা কাটিয়ে জপ, ধ্যানে মন দিলে অনেক উন্নতি হবে।
অর্থ: এ বছর অর্থ ভাগ্য আগের বছরের থেকে একটু ভাল হতে পারে। আগের ঋণ একটু করে শোধ হতে পারে। ব্যবসার থেকে কিছু অর্থ আসতে পারে। চাকরির দিকে মধ্যম ভাব।
পরিবার: স্বামী-স্ত্রীর ভিতর বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। ভাইবোনের মধ্যে কোনও কারণে বিবাদ নিয়ে চিন্তা। বাবার অর্থ নিয়ে কোনও বিবাদ। পরিবারে সকলের অশান্তি থেকে মুক্তি লাভ।
সম্পর্ক: হঠাৎ পুরনো কোনও সম্পর্ক আবার ঠিক হতে পারে। প্রেমের কোনও নতুন ইঙ্গিত। বাড়িতে স্ত্রীর সঙ্গে ভাল সম্পর্ক হওয়ার জন্য মানসিক আনন্দ। বাইরের কোনও সম্পর্ক ঠিক থাকবে না।
জীবিকা: এ বছর জীবিকা একটু ভাল হতে পারে। ব্যবসার দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে। চাকরিরস্থলে উন্নতির যোগ। নতুন কোনও জীবিকার পরিকল্পনা করতে পারেন।
রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। দেহ রোগা মোটা বা দোহারা বা যাই হোক, পেশীবহুল হয়। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা ব্যবসায় দ্রুত উন্নতি। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারির সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে।
—শ্রী জয়দেব