Advertisement
E-Paper

লোকসভার পর উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ সংরক্ষণ বিল পাশ রাজ্যসভায়

সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণ বা ‘জেনেরাল ক্যাটেগরি’তে আর্থিক ভাবে যাঁরা পিছিয়ে রয়েছেন, তাঁদের জন্য এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন লোকসভার ১৬৫ জন সদস্য

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ২২:৪৩
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংরক্ষণ বিলে সিলমোহর। উচ্চবর্ণ বা ‘জেনারেল ক্যাটেগরি’-র পিছিয়ে পড়া অংশের জন্য সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। লোকসভায় পাশ হওয়ার পর এ বার রাজ্যসভায় পাশ হল সেই বিল।

সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণ বা ‘জেনারেল ক্যাটেগরি’তে আর্থিক ভাবে যাঁরা পিছিয়ে রয়েছেন, তাঁদের জন্য এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন রাজ্যসভার ১৬৫ জন সদস্য, বিরোধিতা করেছেন ৭ জন।

বুধবার বিলটি নিয়ে প্রায় ১০ ঘণ্টা বিতর্ক চলে রাজ্যসভায়। বিরোধীদের অভিযোগ ছিল, বিলটি নিয়ে ভোটের আগে তাড়াহুড়ো করছে বিজেপি সরকার। কিন্তু এই বিলের বিরোধিতা সোচ্চারে করলে উচ্চবর্ণের ভোট হারানোর আশঙ্কাও থাকে। রাজ্যসভায় বিলটি পাশের পর এবার সেটি পাঠানো হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তাঁর স্বাক্ষরের পর আইনে পরিণত হবে নতুন সংবিধান সংশোধনী।

আরও পড়ুন: ‘হিন্দুত্ববাদী শক্তির উত্থান, ভারতীয় মুসলিমদের দুরবস্থার প্রতিবাদেই পদত্যাগ’

৫৪৩ সদস্যের লোকসভায় মঙ্গলবার ৩২৩টি ভোট পড়েছিল বিলের পক্ষে। বিপক্ষে পড়েছিল ৩টি ভোট। স্বাধীন ভারতে প্রথমবার সংরক্ষণ হতে চলেছে আর্থিক মানদণ্ডের ভিত্তিতে। আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ব্যক্তিরাও সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে এবার পাবেন সংরক্ষণের সুবিধা।

আরও পড়ুন: অযোধ্যা মামলা: রায় বেরনোর মুখে কেন সাংবিধানিক বেঞ্চ, নির্দেশ ঘিরে প্রশ্ন

এই বিল পাশ হওয়ার সময় থেকেই বিতর্ক শুরু হয়েছিল। বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, হিন্দি বলয়ে হারের পর উচ্চবর্ণের সংরক্ষণের সিদ্ধান্ত নিতে হয়েছে মোদীকে। তিন দিন আগেই নিজের বাড়িতে বিলের খসড়া তৈরি করেছেন। কিন্তু দলিত, আদিবাসী এবং ওবিসি ভোটে যাতে আঁচ না পড়ে, সে কারণেই এই বিল নিয়ে বিশেষ উচ্চকিত নন তিনি। যদিও লোকসভায় বিল পাশের পরে তাঁর টুইট, ‘এটা জাতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত।’ সব দলের সাংসদদের ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম বা ৫ একরের কম কৃষি জমি থাকলে সংরক্ষণের সুবিধা পাবেন যুবক-যুবতীরা। এর ফলে সংরক্ষণ বেড়ে হতে চলেছে ৬০ শতাংশ। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমা ৫০ শতাংশের বেশি হয়ে যাচ্ছে এই সংরক্ষণ।

এই বিল প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘নিজেদের অপরাধ ঢাকতেই তড়িঘড়ি এই বিল। সাড়ে চার বছরে কখনও কর্মসংস্থান যে হয়নি, এই বিলই তার প্রমাণ।’’

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Reservation Lok Sabha Rajya Sabha Politics
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy