Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Chimney Razed

এগারো সেকেন্ডে মাটিতে মিশল সুবিশাল চিমনি, বরাত দেওয়া হয় নয়ডার টুইন টাওয়ার ভাঙার সংস্থাকে

সংস্থার তরফে জানানো হয়েছে, যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল, সে ভাবেই চিমনিটিকে ভেঙে ফেলা সম্ভব হয়েছে। এর ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

ভেঙে ফেলা হচ্ছে কারখানার চিমনি।

ভেঙে ফেলা হচ্ছে কারখানার চিমনি। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ১৭:৩৯
Share: Save:

অকেজো হয়ে পড়েছিল তিন দশকের পুরনো চিমনি। পরিকল্পিত উপায়ে সেই চিমনিকেই ভেঙে ফেলা হল মাত্র এগারো সেকেন্ডে। ঘটনাটি ঘটেছে টাটা স্টিলের জামশেদপুরের কারখানায়।

এই ভেঙে ফেলার প্রক্রিয়াটি করা হয়েছে ‘ইমপ্লোশন’ প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় যে জিনিসটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়, তার ভিতরে বিস্ফোরক ও অন্যান্য দাহ্যপদার্থ রাখা হয়। তার পর খুব অল্প সময়েই ভেঙে পড়ে নির্দিষ্ট বস্তুটি।

গত রবিবার এই প্রক্রিয়াতেই ভেঙে ফেলা হয় চিমনিটিকে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট অবনীশ গুপ্ত জানিয়েছেন, এই প্রক্রিয়া অনুসরণ করার ফলে খুব অল্প সময়ে, পরিবেশ এবং শ্রমিকদের কোনও ক্ষতি না করেই চিমনিটিকে ভাঙা সম্ভব হয়েছে। পরে সংস্থার তরফে গোটা প্রক্রিয়াটির ভিডিয়ো টুইট করা হয়।

চিমনিটিকে পেশাদারি উপায়ে ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘এডিফিস ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া’ নামক এক সংস্থাকে। ঘটনাচক্রে এই সংস্থাটিই গত অগস্ট মাসে নয়ডার টুইন টাওয়ারকে ভাঙার দায়িত্বে ছিল। কুতুব মিনারের থেকেও উঁচু এই টাওয়ার দু’টিকে ৩৭০০ কেজির বিস্ফোরক দিয়ে ‘ইমপ্লোশন’ প্রক্রিয়াতেই ভেঙে ফেলা হয়েছিল।

সংস্থার তরফে জানানো হয়েছে, যে ভাবে পরিকল্পনা করা হয়েছিল, সে ভাবেই চিমনিটিকে ভেঙে ফেলা সম্ভব হয়েছে। এর ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE