Advertisement
২১ মে ২০২৪

সাহবুদ্দিন, লালু ফোন? বিতর্ক তুঙ্গে

তিহাড়-বন্দি মহম্মদ সাহবুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেছেন লালু প্রসাদ— একটি বেসরকারি চ্যানেলের এমন দাবি ঘিরে তোলপাড় বিহারের রাজনীতি।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০৩:৫৪
Share: Save:

তিহাড়-বন্দি মহম্মদ সাহবুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেছেন লালু প্রসাদ— একটি বেসরকারি চ্যানেলের এমন দাবি ঘিরে তোলপাড় বিহারের রাজনীতি। আজ সকালে ওই চ্যানেলে একটি অডিও টেপ প্রচার করা হয়। তাতে শোনা যাচ্ছে সিওয়ানের মিরগঞ্জ এলাকায় গোলমাল করানোর কথা বলছেন এক ব্যক্তি। চ্যানেলের দাবি, তিনি আরজেডির প্রাক্তন সাংসদ, বর্তমানে জেলবন্দি সাহবুদ্দিন। তিনি কথা বলছেন খোদ আরজেডি প্রধান লালু প্রসাদের সঙ্গে। সাহবুদ্দিন তাঁকে পুলিশকে নিষ্ক্রিয় রাখার জন্য নির্দেশ দিচ্ছেন। এর পরেই ‘লালু প্রসাদ’ সিওয়ানের পুলিশ সুপারকে ফোনে ধরার জন্য সঙ্গীকে বলছেন বলে শোনা যায়।

এই অডিও টেপের সত্যাসত্য আনন্দবাজারের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। তবে সাড়া পড়ে গিয়েছে পটনায়। বিস্তারিত জানার জন্য রাজ্য পুলিশের ডিজি প্রমোদকুমার ঠাকুর-সহ পদস্থ পুলিশ কর্তাদের তাঁর বাসভবনে তলব করেন নীতীশ কুমার। তবে সরকারের তরফ এই বৈঠক নিয়ে মুখ খোলা হয়নি। আর লালুর দুই জোটসঙ্গী, পা ফেলেছে সাবধানে। নীতীশের দল জেডিইউয়ের সাধারণ সম্পাদক শ্যাম রজক বলেন, ‘‘আমরা অডিও টেপটির সত্যতা যাচাই করার পরেই এ নিয়ে যা বলার বলব।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা শিক্ষামন্ত্রী অশোক চৌধুরীও বলেন, ‘‘অডিও টেপের বিস্তারিত জানার পরেই যা বলার বলা যাবে।’’

আরও পড়ুন:দিল্লিতে গ্যাস লিক করে অসুস্থ ৪৫০ ছাত্রী

আরজেডি নেতা জগদানন্দ সিংহ অবশ্য কবুল করেছেন, ‘‘জেলের ভিতরে থাকা সাহবুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলা লালু প্রসাদের ভুল হয়েছে।’’ আর হইহই করে আসরে নেমে পড়েছে বিজেপি। দলীয় নেতা সুশীল মোদী বলেন, ‘‘লালুর পর্দা ফাঁস হয়েছে। সাহবুদ্দিনের সঙ্গে তাঁর সম্পর্ক সামনে এসে গিয়েছে। লালু প্রসাদের বিরুদ্ধে শীঘ্র আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’’ বিষয়টিতে কেন্দ্রের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। দিল্লিতে বিজেপি মুখপাত্র তথা কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘটনার তীব্র সমালোচনা করে নীতীশের বিবৃতি দাবি করেছেন। অন্য দিকে, আগরতলায় বসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘‘আমি সঠিক জানি না। তবে ওই ঘটনা সত্যি হলে তা অত্যন্ত নিন্দনীয়। আসলে এটাই লালু প্রসাদের আসল রূপ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shahabuddin Lalu Prasad Yadav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE