প্রয়োজন মাত্র আড়াই হাজার টাকা। সঙ্গে ইন্টারনেট কানেকশন-সহ কম্পিউটার। একটি হাই-রেজিলিউশন ছবি। এবং সফটওয়্যার প্যাচ। তা হলেই হাতের মুঠোয় আধার কার্ডের যাবতীয় তথ্য। তৈরি করে নেওয়া যাবে নতুন আধার নম্বরও। দুনিয়ার যে কোনও প্রান্তে বসেই এ কাজ করতে পারবেন । আধারের নিরাপত্তার দেওয়াল ভেদ করা এতটাই সহজ!
আধার কার্ডের জন্য জরুরি তথ্য নথিভুক্ত করার যে প্রক্রিয়া রয়েছে তা এড়িয়েই এই কাজ করা যাবে। কারণ, আধার নিয়ে কেন্দ্রের নিরাপত্তার আশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়েই কাজ করবে এই সফটওয়্যার প্যাচ। ফলে ‘আঁধারে’ ঢাকা পড়েছে ১০০ কোটিরও বেশি ভারতীয়র ব্যক্তিগত তথ্য। পাশাপাশি, বিশ্বের যে কোনও প্রান্তে বসে নতুন আধার নম্বর তৈরি করাটা সহজ হওয়ায় এর তথ্যভাণ্ডারে নয়া জটিলতা তৈরি হবে বলেও মত বিশেষজ্ঞদের।
আধার নিয়ে তিন মাসের একটি অন্তর্তদন্তের পর এমনটাই দাবি করেছে একটি ইংরেজি সংবাদমাধ্যম ‘হাফিংটন পোস্ট’। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মোবাইলে হোয়াট্সঅ্যাপ ইনস্টল করার মতো সোজা। অতি সহজেই নিজের কম্পিউটারে ওই সফটওয়্যার ইনস্টল করা যাবে।